Translate

পুকুর খনন করতে গিয়ে দিনাজপুরে মিললো ২১৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি


বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রামের আতাউর রহমান খননযন্ত্র দিয়ে পুকুরের জন্য মাটি কাটছিলেন। এ সময় মূর্তিটি দেখতে পেয়ে গ্রামের কয়েকজনকে জানান তিনি। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে। মূর্তি উদ্ধারের পর থেকেই উৎসুক জনতা সেটি দেখতে ভিড় করেন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মূর্তিটি পাওয়া যায়।


খবর পেয়ে মূর্তিটি বিরল থানা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।


বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মূর্তিটির ওজন ২১৫ কেজি। সাধারণভাবে দেখে একে কষ্টি পাথরের মূর্তি বলেই মনে হচ্ছে। তবে, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মূর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

বিদ্রঃ সনাতনীদের প্রশ্ন, মাটির নিচ থেকে খুজে পাওয়া মূর্তি গুলো কেনো সরকার ও প্রশাসন তাদের হেফাজতে রাখবে? প্রতিমাগুলোর আসল জায়গা হলো বড় বড় মন্দিরগুলো। কিন্তু ইসলামিক দেশে কেনোইবা প্রতিমাগুলো সরকারের কোষাগারে রেখে অথবা জাদুঘরে রেখে "শো পিসের" মত ব্যাবহার করা হবে। 

Bengal Hindu Page এ লাইক দিয়ে পাশে থাকুন

https://www.facebook.com/history990/


আমাদের ইউটিউব চ্যানেল

https://youtube.com/channel/UCMoLvpHs-gz03hINcTdhzFQ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url