স্কুল ড্রেস পড়ে স্কুলে আসতে বলায় স্কুল শিক্ষক বরখাস্ত | Teacher fired for asking to come to school in school dress
স্কুল ড্রেস পড়ে স্কুলে আসতে বলায় স্কুল শিক্ষক বরখাস্ত।এই কথাটা কি একজন স্কুল শিক্ষক এর বলার অধিকার নেই?
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর এলাকার মকবুল আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বোরকা পড়তে বারণ করেছেন শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার নবম শ্রেণীতে ক্লাসে বোরকা নয় স্কুল ড্রেস পরে আসার জন্য বলেন শিক্ষক পরিমল। বিষয়টি জানাজানি হলে অপর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা প্রধান শিক্ষকের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় বুধবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের বেকের বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, সহকারী পুলিশ সুপার মাসকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক জানান, আমি ওই শিক্ষার্থীকে স্কুল ড্রেস পরে আসতে বলেছি। প্রধান শিক্ষক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল কমিটি রিপোর্ট প্রদানের আগেই শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেছে।
Video: https://fb.watch/cy6gjQfKJ4/
জনগণের মধ্যে ইসলামী সংস্কৃতি ও অনুশাসনের প্রতি আগ্রহ, এই জিনিসটা যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই দেশের মধ্যবিত্ত নারী সমাজ হিজাব এবং বোরখাকে আপন করে নিয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বোরখা ও হিজাব পরিহিতাদের সংখ্যা চল্লিশোর্ধ সচেতন নাগরিকদের হতবাক করে দিচ্ছে। তারা তাদের অতীত অভিজ্ঞতার সাথে এই দৃশ্য মিলাতে পারছেন না। কেননা, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব ও বোরখার ব্যবহারের এই রেভলিউশন মাত্র দুই দশকের মধ্যেই সম্পন্ন হয়েছে। পুরুষরাও পিছিয়ে নেই। চোর হোক, পুলিশ হোক, ঘুষখোর হোক, দুর্নীতিবাজ হোক, শিল্পী হোক, খেলোয়াড় হোক, যেই হোক না কেন তাদের দৈনন্দিন জীবনাচরণে নামাজ পড়া, রোজা রাখা, কথায় কথায় আলহামদুলিল্লাহ্ সোবহানাল্লাহ ইত্যাদি উচ্চারণ করার মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে। ধর্মের নৈতিক বিচারের ধারে কাছেও না গিয়ে শুধু আচার আচরণে ধর্মকে আঁকড়ে ধরার প্রাণান্তকর চেষ্টা বেশ ভালোই চোখে পড়ে। আগে মফঃস্বলের পাড়া মহল্লাগুলিতে একেকটা ক্লাব ছিল, পাঠাগার ছিল, সেই পাঠাগার কিংবা ক্লাবকে কেন্দ্র করে তরুণ যুবকদের মধ্যে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হত কিন্তু এখন আর এগুলো চোখে পড়ে না। খুব সচেতনভাবেই মানুষ এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: একটা স্বাধীন দেশে শিক্ষাগুরু বিরুদ্ধে ছাএরা জুতা মারো তালেতালে স্লোগান দেয় কিভাবে?
School teacher fired for asking to come to school in school dress. Doesn't a school teacher have the right to say this?
Teacher Parimal Chandra Bhowmik has banned the students of Maqbool Ahmed High School in Neyazpur area of Jayalskar union of Daganbhuiyan upazila of Feni from wearing burqa. The accused teacher has been suspended.
Relevant sources said that teacher Parimal asked her to come to class IX in class IX on Monday. When the matter came to light, anger spread among the other students. They made verbal and written complaints to the headmaster. The students blocked the road at Beker Bazaar on the Feni-Noakhali regional road on Wednesday morning. Acting Upazila Nirbahi Officer Ghazala Parveen Ruhi, Assistant Superintendent of Police Maskur Rahman and Upazila Secondary Education Officer Azizul Haque rushed to the spot.
Accused teacher Parimal Chandra Bhowmik said, "I told the student to come after school dress." Headmaster Moin Uddin Ahmed Chowdhury said a two-member inquiry committee was formed on the basis of the students' allegations. The students started human chain before the committee report was submitted yesterday.
Special Note: In an independent country, how can a chauffeur shout slogans against a teacher?
Video: https://fb.watch/cy6gjQfKJ4/
The interest of the people in Islamic culture and discipline is increasing day by day. In a very short period of time, the middle class women of the country have adopted hijab and burqa. The number of people wearing burqas and hijabs in school, college and university is shocking the conscious citizens. They cannot reconcile this scene with their past experience. This is because the revolution in the use of hijab and burqa in general educational institutions has been completed in just two decades. Men are not backward either. Whether it is a thief, a policeman, a bribe taker, a corrupt person, an artist, a player, the level of praying, fasting, uttering Alhamdulillah, Subhanallah, etc. in their daily life has increased dramatically. The desperate attempt to hold on to religion only by its conduct without going to the edge of moral judgment of religion is quite noticeable. In the past there was a club in the neighborhoods of Mofasbal, there was a library, sports or cultural activities were held among the youth around that library or club but now these are no longer visible. People have turned away from these very consciously.