মানিকগঞ্জে সংখ্যালঘু হিন্দু বাড়িতে আক্রমন | Attack on minority Hindu house in Manikganj
মানিকগঞ্জে সংখ্যালঘু হিন্দু বাড়িতে আক্রমন
বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের সরকারের কাছে কোন বিষয় না কারন এরকম ঘটনা প্রতিদিন ঘটছে এইবার নির্যাতনের শিকার মানিকগঞ্জ জেলার একটি সংখ্যালঘু হিন্দু পরিবার।
গতকাল রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার,ভাকলা গ্রামে এক তুচ্ছ ঘটনার জেরে এইক গ্রামের আওলাদ হোসেন তার দলবল নিয়ে অর্তকৃত হামলা চালায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর। হামলাকারীদের বিরুদ্ধে গতকাল রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রশাসন তাদের ন্যায় বিচার এর আশ্বাস দিয়েছে।
কিন্তু আমরা জানি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিচার নেই। এ কারণে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় 'সংখ্যালঘু মন্ত্রণালয়' দাবি করে।
Attack on minority Hindu house in Manikganj
At present, minority persecution in Bangladesh is not a matter for the government of Bangladesh because such incidents are happening every day.
Last night, due to a trivial incident in Shibaloy Upazila of Manikganj district, Awlad Hossain of a village attacked a minority Hindu family with his group. A case was filed against the attackers at the police station last night and the administration assured them of justice.
But we know there is no justice for minority torture in Bangladesh. That is why the minority Hindu community of Bangladesh demands 'minority ministry'.



