মমতা ব্যানার্জি বারবার প্রমাণ করছেন তিনি হিন্দু বিরোধী - Tarunjyoti Tewari
মমতা ব্যানার্জি বারবার প্রমাণ করছেন তিনি হিন্দু বিরোধী - Tarunjyoti Tewari
নুপুর শর্মা কি বলেছে সেটা সত্যি না মিথ্যে তার বিচার কোর্টে নিশ্চয়ই হবে। নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে একাধিক রাজ্যে। আইনজীবী হিসেবে আমি অন্তত চাই নুপুর শর্মার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার যদি ট্রায়াল হয় তাহলে সেটার যেন live stream হয়। তাহলে আমরা অন্তত কোরান হাদিস সম্পর্কে একটু জানতে পারবো। দেশের মুসলমান সম্প্রদায়ের এটা নিয়ে আপত্তি থাকার কথা নয়।
এবার আসি আরেকটা প্রসঙ্গেঃ
মমতা বন্দ্যোপাধ্যায় নুপুর শর্মাকে গ্রেপ্তার করার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী সম্প্রতি শিবলিঙ্গ নিয়ে অত্যন্ত কুরুচিকর একটা মন্তব্য করেছে এবং তার বিরুদ্ধে একাধিক মানুষ অভিযোগ জানিয়েছে বিভিন্ন থানায়।
আজ পর্যন্ত ত্বহা সিদ্দিকী অ্যারেস্ট কেন হয়নি?
সায়নী ঘোষ তার টুইটারে শিবলিঙ্গ নিয়ে কি পোস্ট করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছিল।
আজ পর্যন্ত ব্যবস্থা কেন হয়নি?
মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে তিনি কাফের নন তাই জন্য কি হিন্দু ধর্মকে কেউ অপমান করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না এই পশ্চিমবঙ্গে?
পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে জয় শ্রীরাম বলার অপরাধে অনেকগুলো ছেলের জেল হয়েছিল। বারবার হিন্দু ধর্মকে অপমান করার পরে তৃণমূলের নেতা-নেত্রীরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পান।
সায়নী ঘোষ তৃণমূলের যুব সভানেত্রী হয়েছেন এবং আসানসোলের টিকিট পেয়েছিলেন। শিবলিঙ্গ নিয়ে কুরুচিকর মন্তব্যের পরেও ওই পীরজাদা এবং সায়নী ঘোষ আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন?
মমতা ব্যানার্জি বারবার প্রমাণ করছেন যে তিনি হিন্দু বিরোধী। এই কারণেই তিনি জিহাদ ঘোষণা করেছেন বোধহয়।
নুপুর শর্মাকে গ্রেফতার না করা যদি আগুন নিয়ে খেলা হয় তাহলে দেশের হিন্দুদের ধর্মীয়ভাবাবেগ নিয়ে খেলাটাকে কি বলে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়?