Loss of lakhs of Taka to Hindu farmer | হিন্দু কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি
Banana and papaya trees planted on 3 and a half bigha land of a Hindu farmer in Paikgacha, Khulna were cut down in two rounds by some local Muslim land robbers.
Last Friday (August 12) after evening, 250 papaya and 50 banana trees were cut down by land grabbers. That person has lost millions of Taka.
According to local sources, a Hindu religious named Subrata Bhattacharya of Katipara area of the upazila cut and destroyed the banana and papaya trees planted on his own 3 and a half bigha land. Islam (42), and Afsar Gazi's son Khalek Gazi (55). When the victim Subrata Bhattacharya asked the land robbers about the reason for cutting down the banana and papaya trees, they verbally abused him and threatened to kill him.
In this incident, a complaint has been filed in the police station mentioning the names of 4 people. Police have already visited the spot.
Md Ziaur Rahman, Officer-in-Charge of Paikgacha Police Station, said, "There has been a complaint about damaging papaya and banana trees. The complaint will be investigated and legal action will be taken."
হিন্দু কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি
খুলনার পাইকগাছায় এক হিন্দু কৃষকের সাড়ে ৩ বিঘা জমিতে রোপণ করা কলা ও পেঁপে গাছ দুই রাউন্ডে কেটে ফেলেছে স্থানীয় কয়েকজন ভূমিদস্যুরা।
গত শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যার পর ২৫০টি পেঁপে ও ৫০টি কলা গাছ কেটে ফেলেছে ভূমিদস্যুরা। এতে ওই ব্যক্তির লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাটিপাড়া এলাকার সুব্রত ভট্টাচার্য নামে এক হিন্দু ধর্মাবলম্বী তার নিজের সাড়ে ৩ বিঘা জমিতে লাগানো কলা ও পেঁপে গাছ কেটে ধ্বংস করেন। ইসলাম (৪২) ও আফসার গাজীর ছেলে খালেক গাজী (৫৫)। ভুক্তভোগী সুব্রত ভট্টাচার্য ভূমি দস্যুদের কাছে কলা ও পেঁপে গাছ কাটার কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, পেঁপে ও কলা গাছের ক্ষতির অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।