প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হিন্দু ছাত্রীকে ছুড়িয়াকঘাত | Hindu girl stabbed for not agreeing to love proposal
বাগেরহাটের চিতলমারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সনাতন ধর্মাবলম্বী প্রিয়াঙ্কা বিশ্বাস নামে এক মেডিকেল পড়ুয়া ছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন কুড়ালতলা গ্রামের ছওকাত সিকদারের ছেলে ওবায়েদ শিকদার।
প্রিয়াঙ্কা বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসের পরিবার চরম আতঙ্কে রয়েছে। প্রিয়াঙ্কা বিশ্বাস উপজেলার ডাকাতিয়া গ্রামের অলোক বিশ্বাসের মেয়ে।
এ বিষয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প.প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, প্রিয়াঙ্কার পিঠে দুটি ছুরির আঘাত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। পিঠের আঘাত গুরুতর হওয়ায় সার্বক্ষণিক তাকে তত্বাবধায়নে রাখা হয়। চিতলমারী থানার ওসি এইসএম কামরুজ্জামান জানান, "বিষয়টি ওসি তদন্তকে দায়িত্ব দেওয়া হয়েছে"।
হামলার শিকার ওই ছাত্রীর মা রিনা রানী বিশ্বাস জানান, গত ১৮ অক্টোবর মঙ্গলবার প্রিয়াঙ্কা ও তার বড়ভাই উজ্জ্বল বিশ্বাস ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিন শৈলদাহ বাজারে এসে বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটর সাইকেলে ওঠেন। এ সময় বাড়ি ফেরার পথে রাত ৮ টার দিকে আমবাড়ী নামক স্থানে পৌঁছালে ওদের মোটর সাইকেলের পেছনে একটা মোটর সাইকেল পিছু নেয় এবং ওই মোটর সাইকেলের পেছনে বসে থাকা কুড়ালতলা গ্রামের ছওকাত সিকদারের ছেলে ওবায়েদ শিকদার মোটরসাইকেলের পেছনে বসে থাকা প্রিয়াঙ্কার শরীরে পর পর দুইটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত প্রিয়াঙ্কাকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করে।
আহত ছাত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস হাসপাতালের বেডে শুয়ে জানান, ওবায়েদ শিকদার তাকে নানা সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে ঢাকা মীরপুরে সাঈক নার্সিং কলেজে তৃতীয় বর্ষে পড়াশুনা করছে। ওবায়েদ সেখানে গিয়েও তাকে বিভিন্ন সময় বিরক্ত করত। বিষয়টি নিয়ে তখন থানায় সাধারন ডায়েরি ও করা হয়েছে।
![]() |
ওবায়েদ শিকদার |
এছাড়া ওবায়েদের পরিবারকে এই ঘটনা জানানো হলে এমন ঘটনা আর হবে না বলে তার পরিবার আশ্বাস প্রদান করেন, কিন্তু এতে ওবায়েদ ক্ষিপ্ত হয়ে তার উপর এ হামলা চালিয়েছে।