হিন্দু মেয়ে ধর্মান্তরিত হতে অস্বীকার করায় সিগারেটের ছ্যাঁকা ও কাঁচা মাংস জোর করে খাওয়াল স্বামী চাঁদ মোহাম্মদ
একটি হিন্দু মেয়েকে বিয়ে করেন চাঁদ মহম্মদ। বিয়ের পর থেকেই বউকে মুসলিম হওয়ার জন্য চাপ দিতেন তিনি। শুধু তাই নয়, ধর্ম বদলাতে রাজি না হওয়ায় স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে, কাঁচা মাংস জোর করে খাইয়ে খুবই পাশবিক অত্যাচার করেছে চাঁদ মহম্মদ। এমনই এক অমানবিক ঘটনার প্রকাশ্যে আসে উত্তর প্রদেশের লখনউ থেকে।
নির্যাতিত সেই হিন্দুমেয়েটি আরো জানিয়েছেন, স্বামী চাঁদ মোহাম্মদ তাঁর ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু পরিচয় দিয়ে তাঁকে বিয়ে করেছেন ভালোবাসার ফাঁদে ফেলে। অভিযুক্ত মহম্মদ বিয়ে করার জন্য সানি মৌর্যের ছদ্মবেশ ও নাম নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এমনকী বিয়ের পর তাঁর সাথে পরিচয় গোপন করে শহরে ভাড়া বাড়িতেও থাকতে শুরু করেন। আর সেখানেই শুরু হয় তার উপর পাশবিক অত্যাচার।
ঐ নির্যাতিত হিন্দু মহিলার অভিযোগ যে এই ব্যক্তি তাঁর সঙ্গে যৌনতার নামে পাশবিক অত্যাচারও করতেন।হিন্দু ধর্ম পরিবর্তন করবেন না, এই কথা জানার পর থেকেই মহিলার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিতে শুরু করেন তার স্বামী। এমনকী অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে তার গায়ে গরম তেলও ঢেলে দেন ওই ব্যক্তি। নিগৃহীতা এও দাবি করেছেন যে তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনরকম পুলিশে অভিযোগ করলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। এমনকী তার স্বামী আত্মীয়দের ডেকে তাঁকে ধর্ষণ করার হুঁশিয়ারিও দেন চাঁদ মহম্মদ।
দিনের পর দিন এইভাবে অত্যাচারিত হয়ে নির্যাতিতা মহিলা বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলেও ওই মুসলিম ব্যক্তি তাঁকে তাদের ঘরে তালাবদ্ধ করে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে পুলিশে দায়ের করা অভিযোগপত্রে তিনি আরও দাবি করেন যে, যখন তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তখন মহম্মদ তার পেটে লাথি মারে। আর তার ফলে তাঁর গর্ভপাত হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Chand Muhammad married a Hindu girl. He used to pressure his wife to become a Muslim after marriage. Not only that, Chand Mohammad brutally tortured his wife by smoking cigarettes and forcing her to eat raw meat because she refused to change her religion. One such inhuman incident came to light from Lucknow in Uttar Pradesh.
The victimized Hindu girl also said that husband Chand Mohammad married her by hiding her religious identity and married her as a Hindu. He said that the accused Mohammed took the guise and name of Sunny Maurya to get married. Even after marriage, she started living in a rented house in the city, hiding her identity. And there started the brutal torture on him.
The abused Hindu woman complained that this man used to brutally torture her in the name of sex. After learning that she should not convert to Hinduism, her husband started smoking cigarettes on the woman's body. The level of torture even increased to such an extent that the person even poured hot oil on her. The victim also claimed that she was threatened with death if she made any police complaint against the man. Chand Mohammad even threatened to rape her by calling her husband's relatives.
He alleged that the Muslim man locked her in their house and beat her even when the victim wanted to run away from the house after being tortured in this way day after day. In her later complaint filed with the police, she also claimed that Mohammed kicked her in the stomach when she was five months pregnant. And as a result she miscarried. After the incident came to light, the police started investigating the incident.