Translate

রাকেশ রায়কে রাসুল অবমাননার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

রাকেশ রায়কে রাসুল অবমাননার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদকে অবমাননা করার অপরাধে হিন্দু মহাজোটের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।


মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন, নাম: আবুল কাশেম।


সাইবার ট্রাইব্যুনাল সিলেটের পিপি (ভারপ্রাপ্ত) সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। মোস্তফা দিলওয়ার আল আজহার। তিনি বলেন- রায় ঘোষণার সময় জামিনে থাকা রাকেশ আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


জানা যায়, জোকিগঞ্জ জেলার কেরাইয়া গ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে ও হিন্দু মহাজাতের নেতা রাকেশ রায়ের একটি ফেসবুক স্ক্রিনশট ২০১৭ সালের জুন মাসের প্রথম দিকে ভাইরাল হয়। এতে পবিত্র ধর্ম ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ছিল। SAW. এ ঘটনায় ওই বছরের ৫ জুন মাওলানা ফুজায়েল আহমেদ বাদী হয়ে স্থানীয় আলেম রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। পরে ফুজায়েল আহমদ বিদেশে গেলে তার বাবা মাওলানা আবদুল মুকিত মামলা পরিচালনা করেন।


মামলা দায়েরের পর রাকেশ রায়কে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে চারদিনের রিমান্ডে নেয় পুলিশ।


এদিকে এ ঘটনার পর রাকেশের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সিলেটের সর্বস্তরের মানুষ। লাগাতার কর্মসূচি দিয়ে তারা আন্দোলন শুরু করে।


মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।


রাকেশের বিরুদ্ধে মামলার বাদী মাওলানা ফুজায়েল আহমেদের বাবা মাওলানা আবদুল মুকিত সন্তোষ প্রকাশ করেছেন।

Rakesh Roy, the former Sylhet divisional organizing secretary of the Hindu Mahazot, was sentenced to seven years rigorous imprisonment and fined one lakh rupees by the court for the crime of insulting Prophet Muhammad, the preacher of Islam, on social media Facebook.

 

On Tuesday (January 3) at noon, the learned judge of Cyber Tribunal Sylhet Court announced this verdict, Name: Abul Kashem.

Cyber Tribunal Sylhet PP (Acting) confirmed the matter to Sylhetview. Mustafa Dilwar Al Azhar. He said – Rakesh who was on bail was present in the court when the verdict was announced. Meanwhile, the court ordered him to be sent to jail.

It is known that a Facebook screenshot of Rakesh Roy, son of deceased Suresh Roy and leader of Hindu Mahazat, of Keraiya village in Jokiganj district, went viral in early June 2017. It contained taunts about the holy religion of Islam and the Holy Prophet Muhammad SAW. In this incident, on June 5 of that year, Maulana Fuzael Ahmed filed a case against Rakesh Roy, a local cleric, under the Information Technology Act. Later, when Fuzael Ahmad went abroad, his father Maulana Abdul Mukit handled the case.

 

Rakesh Roy was arrested by the police from an area near the border of Sylhet’s Jaintapur upazila after filing the case. The police remanded him for four days.

 

Meanwhile, after this incident, people from all walks of life in Sylhet erupted in protest demanding Rakesh’s punishment. They started the movement with a continuous program.

 

After the lengthy process of the case, the learned court finally sentenced Rakesh Roy to seven years rigorous imprisonment and fined one lakh rupees on Tuesday.

 

Maulana Abdul Mukit, father of Maulana Fuzael Ahmed, the plaintiff in the case against Rakesh, expressed his satisfaction.

News Source 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url