Translate

যশোরে মাছের ঘেরের হিন্দু মালিককে গুলি করে হত্যা

যশোরে মাছের ঘেরের হিন্দু মালিককে গুলি করে হত্যা

যশোর-অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামের অনাদি মণ্ডলের ছেলে মাছের ঘেরের মালিক সুব্রত মণ্ডল (৫০)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১১ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার দত্তগাতি দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত মন্ডলের পায়রা ইউনিয়নে তার একাধিক মাছের ঘের এবং উপজেলার ভবাদহ বাজারে একটি মাছের ঘের রয়েছে।


পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন,

আজ সকালে সুব্রত মন্ডল দামুখালী গ্রামের বাড়ি থেকে বের হয়ে দত্তগাতি দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণে তার ভাইয়ের চায়ের দোকানে যান। স্কুলের পেছনে পৌঁছা মাত্রই দুই মোটরসাইকেলবাহী দুর্বৃত্ত তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান,

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url