মন্দিরের প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনায় আটক দুই মাদ্রাসা ছাত্র | Two madrasa students arrested in temple idol vandalism and theft case
গত ১৪ এবং ১৫ মার্চ কুড়িগ্রাম-উলিপুর উপজেলার পৌর এলাকার যোদ্দারপাড়ায় অবস্থিত দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর ও খাওয়ারপাড় কেন্দ্রীয় শ্মশান কালীমন্দির থেকে একটি প্রতিমা চুরির ঘটনা ঘটে, এই ঘটনায় গত ১৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার মহারানি স্বর্ণময়ী সরোবরের কাছ থেকে দুই মাদ্রাসার ছাত্রকে আটক করে পুলিশ। কুড়িগ্রামে পূর্বের রাতে ভাঙচুর, পরের রাতে প্রতিমা উধাও।
এরপর এ ঘটনায় হওয়া একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ মার্চ শনিবার উলিপুর থানা–পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো,
আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তাঁর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার তালুক শিমুলবাড়ি ফকিরপাড়া গ্রামে। অন্যজন তাঁর সহযোগী শিক্ষার্থী (১৫)। তার বাড়ি উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নে। তাঁরা দুজন উলিপুরের একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে,
গত মঙ্গল ও বুধবার উলিপুর উপজেলার পৌর এলাকার যোদ্দারপাড়ায় অবস্থিত দুটি মন্দিরে ভাঙচুর ও খাওয়ারপাড় কেন্দ্রীয় শ্মশান কালীমন্দির থেকে একটি প্রতিমা চুরি করেন অভিযুক্তরা। পরে শ্মশান কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ্ত রায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে। উলিপুর উপজেলার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান শেষে গতকাল উপজেলার স্বর্ণময়ী সরোবরের কাছ থেকে দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা প্রতিমা ভাঙচুর ও একটি প্রতিমা চুরির কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্য অনুসারে একটি ছোট কালীপ্রতিমা উদ্ধার করা হয়েছে। পরে গতকালই তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন,
পুলিশ অভিযান চালিয়ে গতকাল সকালে শহরের স্বর্ণময়ী সরোবর এলাকা থেকে দুজন মাদ্রাসাছাত্রকে আটক করে। পরে শৃঙ্খলাভঙ্গ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগে তাঁদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হবে।
On March 14 and 15, idols of two temples located in Joddarpara of Kurigram-Ulipur Upazila were vandalized and an idol was stolen from Khawarpar central cremation Kalimandir. In this incident, police arrested two madrasa students from Maharani Swarnamoyi Sarovar of the upazila on Friday morning on March 17.
After that, the police sent them to the court showing their arrest in a case in this incident. Then they were sent to jail. This information has been informed in a press release sent by Ulipur police station on Saturday, March 18.
Those arrested are:
One of the arrested persons has been identified as Jannatul Ferdous (19). His house is in Shimulbari Fakirpara village of Fulbari upazila of Kurigram. Another is his fellow student (15). His house is in Dhamshreni Union of Ulipur Upazila. They are said to be students of a madrasa in Ulipur.
Police said
The accused vandalized two temples located in Joddarpara of Ulipur upazila on Tuesday and Wednesday and stole an idol from Khawarpara central cremation Kalimandir. Later, Sudipta Roy, the general secretary of the cremation Kalimandir committee, lodged a written complaint with the police station, and the police launched a raid. Two people were arrested yesterday from Swarnamayi Sarovar of Ulipur Upazila after 80 raids in various places. At one stage of interrogation, they admitted to vandalizing the idol and stealing an idol. According to the information provided by them, a small Kali Pratima was recovered. They were handed over to the court yesterday.
Ulipur Police Station Officer-in-Charge (OC) Sheikh Ashrafuzzaman said,
Police raided yesterday morning and arrested two madrasa students from Swarnamayi Sarovar area of the city. Later, a case was filed against them and sent to the court on charges of disorderly conduct and trying to create an unstable environment. From there they were sent to jail. One of the accused will be sent to correctional facility as he is a minor.