Translate

BD News: সংখ্যালঘু 'হেমন্ত হালদারের' মরদেহ উদ্ধার

সংখ্যালঘু 'হেমন্ত হালদারের' মরদেহ উদ্ধার

৫ এপ্রিল বুধবার সকালে বরিশাল-উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের মৃত হরেন্দ্রনাথ হালদারের ছেলে ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য হেমন্ত হালদার (৭০) মরদেহ উদ্ধার হয় উপজেলার ২ নম্বর ওয়ার্ডের হরিমার্কেটসংলগ্ন ধানখেত থেকে।

নিহত হেমন্ত বড়াকোঠা গ্রামের মৃত হরেন্দ্রনাথ হালদারের ছেলে ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য। 

জানা যায়,

হেমন্ত হালদারের সাথে ব্লক নিয়ে দ্বন্দ্ব ছিলো একই ইউনিয়নের দরগাঁবাড়ি এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে জাকির হোসেনের সাথে।

স্থানীয়রা জানান,

গত সোমবার হেমন্ত হালদার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের দুই দিন পর আজ সকালে স্থানীয় বাসিন্দা কৃষক সুভাষ হাওলাদার তাঁর ধানখেত দেখতে যান। ফেরার পথে সেখানে গলিত লাশ লতাপাতা দিয়ে ঢাকা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।

হেমন্তের সঙ্গে মাছের ঘের ও ধানের ব্লক নিয়ে স্থানীয় একটি পক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে থানায় হেমন্ত অভিযোগ দেন বলেও জানান স্থানীয়রা।

নিহতের ভাই প্রিয় লাল হালদার বলেন,

ব্লক নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান,

পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটি পচে যাওয়ায় ময়নাতদন্তের আগে এটি হত্যা নাকি অন্য কিছু তা বলা যাবে না। এ ঘটনায় উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url