How is a Hindu pilgrimage a Muslim park or a place of recreation?
Why do they want to build a mosque in Adinath or Sitakunda when there is so much space in Bangladesh? Isn't it a process of Hindu pilgrimage? In this way, the fundamentalists are moving forward in the long run. Which we also see in the case of Sitakunda hills.
At first they will go to the big pilgrimage places of the Hindus, walk around a little bit, then gradually they will verbally promote this place as a park, a place of interest or a place of entertainment instead of a place of pilgrimage for the Hindus. They use social media more for word of mouth. In this way, they will travel around with the group for a while, making the place a place of entertainment while traveling. Then the entertainment group said, "Muslims go for walks here. They can't pray. They need a mosque here." So that the fundamentalists go to this shrine more and more. Then the mosque will clash with the Hindus. Then for a while they will highlight the mosque next to the temple and spread the word in the media that Bangladesh is a non-communal country. Will promote as a secular country). Then at one stage a new generation will come and say that the whole place of Adinath is the place of Muslims. And the rest is history .....
We also want a mosque in Maheshkhali or Sitakunda, but this mosque is not above the Hindu pilgrimage site Adinath and the deity property of Sitakunda.
হিন্দুদের তীর্থস্থান মুসলিমদের পার্ক কিংবা বিনোদনের স্থান হয় কেমনে? বাংলাদেশে এত জায়গা থাকতে আদিনাথ কিংবা সীতাকুন্ডে কেন মসজিদ করার চোখ পড়ে এদের? হিন্দুদের তীর্থস্থান দখল করার এটা কি একটি প্রক্রিয়া নয়? এইভাবে মৌলবাদিরা দীর্ঘমেয়াদী মাফিক এগিয়ে যাচ্ছে। যেটা আমরা সীতাকুণ্ড পাহাড়ের ক্ষেত্রেও দেখি।
প্রথমে তারা হিন্দুদের বড় বড় তীর্থক্ষেত্রগুলোতে যাবে, একটু-আধটু ঘোরাঘুরি করবে, তারপর আস্তে আস্তে এই স্থানকে হিন্দুদের তীর্থস্থান না বলে পার্ক, দর্শনিয় স্থান কিংবা বিনোদনের জায়গা বলে মৌখিক ভাবে প্রচার করবে। মৌখিক প্রচারের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা বেশি ব্যাবহার করে। এইভাবে তারা দলবল নিয়ে কিছুদিন ঘুরাঘুরি করবে, ঘুরাঘুরি করতে করতে ঐ জায়গাকে বিনোদনের স্থান বানিয়ে ফেলবে। তারপর বিনোদনের স্থান বলে "এইখানে মুসলিমরা ঘুরতে যায়। তারা নামাজ পড়তে পারে না, এইখানে একটা মসজিদ দরকার" দাবি তুলে তারা ইসলামিক গ্রুপ প্রচার চালাতে থাকবে। যাতে মৌলবাদীরা এই তীর্থস্থানে আরো বেশী বেশী করে ঘুরতে যায়। তারপর হিন্দুদের সাথে সংঘর্ষ করে গায়ের জোরে মসজিদ একটা করবে। তারপর কিছুদিন মন্দিরের পাশে মসজিদ হাইলাইট করে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ বলে মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করবে, (অথচ এরা কখনো বায়তুল জামে মসজিদের পাশে হিন্দুদেরকে জায়গা দিয়ে মন্দির করে দিয়ে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ বলে ঘোষনা দিবে না, তবে তারা মন্দিরের পাশে হিন্দু সম্পত্তির উপর মসজিদ করে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ বলে প্রচার করবে)। তারপর এক পর্যায়ে নতুন আর এক প্রজন্ম এসে বলবে পুরো আদিনাথের জায়গাটাই মুসলিমদের জায়গা। আর বাকিটা ইতিহাস.....
মহেশখালী কিংবা সীতাকুণ্ডে মসজিদ হোক আমরাও চাই, তবে এই মসজিদটা হিন্দু তীর্থস্থান আদিনাথ আর সীতাকুণ্ডের দেবত্বর সম্পত্তির উপরে নয়।
লিংকঃ
https://www.facebook.com/112123439286739/posts/1126966241135782/
Reporter: Raju Das