Translate

বাঙালী অভিনেত্রী জয়া বচ্চনের পৈতৃক ভিটা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনায়


দেশভাগের সময় অভিনেত্রী জয়া ভাদুড়ী'র পুরো পরিবার ভারতে চলে গেলেও জয়া ভাদুড়ী'র ঠাকুরদা সুধীর ভাদুড়ী  আঁকড়ে রইলেন জন্মভূমির মাটিকে। ধীর ভাদুড়ী'র এককথায় তোরা ভারতে গেলে যা মরতে হইলে দ্যাশের মাটিতেই মরমু।

ReadMore

অভিনেত্রী জয়া ভাদুড়ী'র পরিবারের বসবাস ছিল বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের  নেত্রকোনা জেলার পূর্বধলার বাঘবেড় গ্রামে। একসময় বাঘবেড় গ্রামে ভাদুড়ী রা হাতির পিঠে চড়ে আসা যাওয়া করতো। জয়া ভাদুড়ীর দূর সম্পর্কের কিছু আত্মীয়স্বজন এখনো বসবাস করছে কিন্তু বাড়িটির অবস্থা ভগ্নদশা। 


দেশ ভাগের সময় শুধু জয়া ভাদুড়ীর বাবা তরুণ কুমার ভাদুড়ী, মা শ্রীমতী ইন্দিরা ও কাকা সুব্রত শংকর ভাদুড়ী ভারতে চলে যান।ঠাকুর'দা সুধীর ভাদুড়ী একা বসবাস শুরু করেন ময়মনসিংহের ২৯ নম্বর রামবাবু রোডের তৎকালীন নিজ বাড়িতে। ১৯৬৪ সালে ওই বাড়িতেই মৃত্যুবরণ করেন জয়া ভাদুড়ীর ঠাকুর'দা সুধীর ভাদুড়ী। অভিনেত্রী জয়া ভাদুড়ী'র জন্ম ১৯৪৮ সালের ৯ই এপ্রিল ভারতের  মধ্যপ্রদেশে জবলপুরে।


Courtesy: মুক্তির গান

Promote: MoviesXYZ

Mahabharat Bangla Full Episode



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url