Translate

এক মাস পেরিয়ে গেলো মিল্লোনা তানিমা সরকারের খোঁজ


গত ২১শে ফেব্রুয়ারি পাবনা জেলার অন্তর্গত, সুজানগর থানা, চিনাখড়া বাজার সংলগ্ন হাই হাইস্কুলে ফুল দিতে আসবে বলে অনিমা সরকার (১৪) বাড়ি থেকে বের হয়, যথাসময়ে মেয়েটি তার নিজ বাড়িতে উপস্থিত না হওয়ার কারণে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে দেয়।

এমতাবস্থায় জানতে পারা যায় মোঃ সুজন হোসেন মেয়েটিকে অপহরণ করে। সুজানগর থানাতে অপহরণের মামলা দায়ের করা হয়। আজ দীর্ঘ এক মাস পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয় নাই। মেয়েটি বেঁচে আছে না মারা গেছে আদৌ তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

এমন আরো তথ্য জানতে Bengal Hindu এর সাথেই থাকুন। 

এছাড়া আমাদের অনুপ্রানিত করার জন্য দয়াকরে নিচের এই "ads" এ একটি ক্লিক করে দিবেন। 
 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url