শশীদ, পিরোজপুরে ২জিহাদীর হামলা
নামঃ সমদ্দার
গ্রামঃ শশীদ,মৈশানী, স্বরূপকাঠি, পিরোজপুর।
তিনি শশীদ কালীমন্দিরে সাধারণ সম্পাদক। তিনি মন্দিরে পূজা ও মন্দির উন্নয়ন কাজ করার জন্য সবার কাছে পরিচিত মুখ। সে এক জন কৌতুক অভিনেতা। তার মুখে হাসি লেগেই থাকে। আজ ভোরে বাসন্তী পূজার উপলক্ষে শশীদ বাজারের বিকাশের দোকানে বসে পূজার বাজারের হিসাব করতে বসে, তখন চিন্হিত সন্ত্রাসী "কবির ও জাকির" নামে দুই ভাই বিএনপির নেতা বলে দাবিদার। এলাকায় সনাতনী লোকদের জমি দখলদারি করে বেড়ানো এই ব্যাক্তিরা হঠাৎ বাজারে হামলা চালায় এবং তার হাত, পা ভেঙে ফেলে।
এখন সে গুরুতর অসুস্থ হয়ে স্বরুপকাঠি হসপাতালে ভর্তি আছেন। শশীদ মন্দিরে যেকোন সময় হামলা করতে পারে ঔ এলাকার চিন্হিত সন্ত্রাসী কবির ও জাকির। তাই তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছেন এলাকার চেয়ারম্যান সহ এলাকার জনগন।
সকলেই খবরটি শেয়ার করুন..
এমন আরো তথ্য জানতে Bengal Hindu এর সাথেই থাকুন।
এছাড়া আমাদের অনুপ্রানিত করার জন্য দয়াকরে নিচের এই "ads" এ একটি ক্লিক করে দিবেন।
Bengal Hindu Page এ লাইক দিয়ে পাশে থাকুন
https://www.facebook.com/history990/
আমাদের ইউটিউব চ্যানেল
https://youtube.com/channel/UCMoLvpHs-gz03hINcTdhzFQ