বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু ছাত্রীদেরও বোরখা পড়তে হবে?
ময়মনসিংহ সদরের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
নাম: দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাইস্কুল এন্ড কলেজ। এ কলেজে হিন্দু মেয়েদের বোরকা পড়তে হয়। খবরটা শুনে একটু অবাকই হয়েছি।
এ পোস্টে বোরখা পরিহিতা যে মেয়েটিকে দেখছেন, তার নাম, চৈতী রাজভর। সে দশম শ্রেনীর ছাত্রী। তার মোবাইল নাম্বার আমার কাছে আছে। আপাতত দিচ্ছি না, তার নিরাপত্তার কারণে। তার সাথে কথা বললে সে জানায় এ স্কুলের অলিখিত আইন হচ্ছে বোরখা পরা। সে লেখাপড়া করতে চায়। তাই বোরখা পড়ছে। তার মতো আরও দুই মেয়েও বোরখা পরে আসতো। তারপর তাদের মা –বাবা অন্য স্কুলে দিয়ে দিয়েছেন। আরও একজনের বিয়ে হয়ে গেছে।
এ স্কুলের এক শিক্ষকের নাম গোপা সরকার। মোবাইল নাম্বার 0172692**29। তার সঙ্গে স্থানীয়ভাবে একজন মুক্তিযোদ্ধা সংসদের নেতা যোগাযোগ করেন। তিনিও জন্মসূত্রে হিন্দু। উনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। কিন্তু তার নাম ও নাম্বার দিচ্ছি না নিরাপত্তার কারণে। তো সেই মুক্তিযোদ্ধা নেতা এ বিষয়ে সেই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি। পাশ কাটিয়ে যান।
পরে আমি যোগাযোগ করি ওই স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের সঙ্গে। উনার মোবাইল নাম্বার,013091**853 । উনাকে নিজের পরিচয় গোপন রেখে প্রশ্ন করলে তিনি বলেন, বখাটেদের উৎপাতের কারণে এখানকার মেয়েরা বোরখা পরে। অন্য কোন কারণে নয়। এসব গত তিন/চারদিন আগের ঘটনা।
গতকাল আমার হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। ফোন যিনি করেন তিনি একজন হিন্দু নারী। বলেন, এসব নিয়ে কিছু লেখবেন না। হিন্দুদের তো এদেশে থাকতে হবে, পড়ালেখা করতে হবে। তাই চাপে নয় নিজের ইচ্ছাতেই মেয়েরা বোরখা পড়ছে। আর প্রধান শিক্ষক বোরখা পরলে খুশি হোন তাই বোরখা পরে যেতে বলেন। তবে চাপ নেই কোন।
যাচাই বাছাই করতে পারেন সাংবাদিকরা বা যে কেউ।
ঘটনা যে সত্য এটা কনফার্ম করেছেন দেবদুলাল মহাশয়। ( যাদের নাম্বার দেওয়া হয়েছে তাদের অনুমতি নিয়েই দেওয়া হয়েছে)
প্রশ্নঃ হিন্দুদেরও বোরখা পরতে হবে কেন?
সংগৃহীতঃ Debdulal Munna

