Translate

পবিত্র বেদ বর্ণিত মানবদেহের শ্বসনতন্ত্র || What is described in the Vedas about the respiratory system of the human body?

"द्वाविमौ वातौ वात आ सिन्धोरा परावतः" ।
"दक्षं ते अन्य आवातु व्यन्यो वातु यद्रपः" ॥
[অথর্ববেদ ৪/১৩/২]
এই দুই প্রাণ ও অপ্রাণ বায়ু (তোমার দেহে) প্রবাহিত হচ্ছে। এক আসছে সমূদ্র হতে, আরেক দূরের স্থান হতে
এক(প্রাণবায়ু) তোমার জন্য শক্তি নিয়ে আসে, আরেক(অপ্রাণবায়ু) তোমার দেহ হতে রোগ-পাপ বাহির করে।

পবিত্র বেদের উক্তমন্ত্রে বলা হচ্ছে, আমাদের দেহে দুই ধরণের বায়ু প্রবাহিত হয়।
১) প্রাণ বা অক্সিজেন (O2)
২) অপ্রাণ বা কার্বনডাইঅক্সাইড (CO2)

এবং তীব্র বেগে প্রবাহিত সমুদ্রের জল যেমন ভাঁটার সময় পাড়ের সমস্ত আবর্জনা বয়ে নিয়ে যায় কিংবা জোয়ারের সময় জলে বিদ্যমান সমস্ত কিছু পাড়ে এনে জমা করে। তেমনি আমাদের দেহে সমুদ্ররূপ রক্তপ্রবাহ সমস্ত দেহের কোষগুলোতে শ্বসনে উৎপন্ন কার্বনডাইঅক্সাইড বা দূষিত বায়ু বহন করে ফুসফুসে এনে জমা করে।

তাই মন্ত্রে বলা হচ্ছে,

" এক সমূদ্র হতে আসছে " অর্থ্যাৎ, অপ্রাণ বায়ু বা কার্বনডাইঅক্সাইড সমুদ্ররূপ রক্তপ্রবাহের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে আসে। অন্যদিকে " দূরের স্থান " অর্থ্যাৎ দূর বায়ুমন্ডল হতে অক্সিজেন বা প্রাণ বায়ু বাহিত হয়ে ফুসফুসে জমা হয়।

-মন্ত্রের শেষে বলা হচ্ছে যে প্রাণবায়ু অর্থ্যাৎ অক্সিজেন দেহের জন্য শক্তি নিয়ে আসে আর অপ্রাণবায়ু দেহ হতে রোগ-পাপ বাহির করে।

এখানে বিস্ময়করভাবে প্রাচীনতম শাস্ত্র পবিত্র বেদ মানবদেহের অন্তঃশ্বসন সম্পর্কে বলেছে। প্রাণবায়ু অর্থ্যাৎ অক্সিজেন রক্তের মাধ্যমে বাহিত হয়ে সমস্ত কোষে পৌছে যায় এবং কোষস্থ শ্বসনিক পদার্থকে জারিত করে ATP বা শক্তি উৎপাদন করে। এইভাবেই আমরা কাজ করার শক্তি লাভ করি। উপরন্তু অন্তঃশ্বসনের মাধ্যমে বর্জ্য পদার্থ হিসেবে কার্বনডাইঅক্সাইড বা অপ্রাণবায়ু উৎপন্ন হয় যা সমূদ্ররূপ রক্তপ্রবাহের মাধ্যমে প্রবাহিত হয়ে ফুসফুসে এসে জমা হয়। এবং সেখান থেকে দেহের বাইরে বের হয়ে যায়। যদি কোনকারণে এই কার্বনডাইঅক্সাইড দেহ হতে বের না হয়ে জমতে থাকে তাহলে দেহে নানা ভয়াবহ জটিলতা ও রোগ দেখা দিবে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই মন্ত্রে বলা হচ্ছে যেঃ 
" অপ্রাণবায়ু দেহ হতে রোগ-পাপ বাহির করে। "
অর্থ্যাৎ অপ্রাণ বায়ু দেহ হতে বের হয়ে যাওয়ার ফলে দেহে সেইরকম কোন জটিলতা বা রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url