Translate

ফেস দ্যা পিপল পেইজ ও গ্রুপে কি হচ্ছে এসব | What is happening with the Hindus


শ্রীপদ প্রেমাঞ্জন দাস অখ্যাত ব্যক্তি  'ফেস দ্যা পিপল' পেইজটিতে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন দাবি করেছে পেইজটি। অথচ সেই  প্রেমাঞ্জন দাস মশাই "আমি হিন্দু নই" বা "আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত মানি না" জাতীয় বিবিধ কথাবার্তা বলে তার ও তার গ্রুপের পরিচয় এবং অজ্ঞানতা প্রকাশ করে দিয়েছেন। যিনি বেদ মানেন না বা নিজেকে হিন্দু বলে পরিচয় দেন না তিনি কি করে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হন? এ বিষয়টি সদ্যোজাত শিশুও বুঝতে পারবে, এর জন্যে কোন দামড়া-বুড়ো হতে হবে না। তাই আমি 'ফেস দ্যা পিপল' নামক পেইজটিকে বলবো হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও, তা একটু বুদ্ধিদীপ্ততার সাথে করবেন। কোন মুসলিম যদি যে, "আমি কোরানকে সম্পূর্ণভাবে মানি না" বা "আমি মুসলিম নই" সে কি করে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে? নিজেদের ধর্ম প্রচার করার জন্য এভাবে বিতর্কের নামে হিন্দু সম্প্রদায়ের থেকে বেছে বেছে বেদবিরোধী অখ্যাত ব্যক্তিদের দিয়ে সাজানো নাটক আর কতকাল চলবে?


~Shri Kushal Baran Chakraborty 

https://www.facebook.com/KushalBaranBD


একদল বলছে তারা হিন্দু নয়, তারা বৈষ্ণব। তাই তারা চৈতন্য মহাপ্রভুর কথাগুলো শুধু মানবেন। বেদ মানবেন না। অন্যদল বলছে তারা শুধু শীল প্রভুপাদের গীতা অনুসরণ করবেন। অন্য কিছু নয়। তারা বলেন কলি যুগে বেদ নাকি অচল! তাহলে আমার প্রশ্ন হল, প্রভুপাদ বা চৈতন্য মহাপ্রভু কোথায় বলে গিয়েছেন যে কলি যুগে বেদ অচল?


সেই ভিডিওটিঃ

https://youtu.be/ZpB457uBAPE


যেখানে শ্রীকৃষ্ণ নিজে গীতার মধ্যে বেদের কথা বলেছেন। গীতার একটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন "বেদের মধ্যে আমি সামবেদ" ।



আসল কথা হলো, তারা হল বৌদ্ধদের মত। গৌতম বুদ্ধের জন্মের আগে পৃথিবীতে বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল না। সিদ্ধার্থ একজন সনাতনীর ঘরেই জন্ম নিয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম বলে কোন ধর্মও প্রচলন করেন নি। বরং সমাজের অনাচার ও পাপ দেখে, তা থেকে পরিত্রাণের জন্য কিছু মতবাদ দিয়েছিলেন মাত্র। কিন্তু তার অনুসারীরা তার এই মতবাদ কে একত্র করে, সনাতন হতে আলাদা  হয়ে নতুন এক ধর্ম বৌদ্ধধর্ম হয়ে গেল। ঠিক যেমনটি হয়েছিল শিখ ও জৈন ধর্মের বেলাতেও। আমার তো মনে হয়, তারা বেশি বেশি করে তাদের অনুসারী বাড়াচ্ছে। যেদিন তারা সংখ্যাই  বেশি হয়ে যাবে, তখন হয়তো সনাতন ধর্ম হতে, একেবারে বের হয়ে যাবে।


আমাদের সর্ব প্রাচীন ও প্রথম ধর্মগ্রন্থ হল পবিত্র বেদ। সনাতনীদের বেদ বিমুখীকতাই এই সকল সমস্যার জন্য দায়ী। এখনও সময় আছে, বেদ নিয়ে ভাবার। তা না হলে অচিরেই হয়তো সনাতন ধর্ম হারিয়ে যাবে।


এমন আরো তথ্য জানতে Bengal Hindu এর সাথেই থাকুন। 

এছাড়া আমাদের অনুপ্রানিত করার জন্য দয়াকরে নিচের এই  "ads" এ একটি ক্লিক করে দিবেন। 


Bengal Hindu Page এ লাইক দিয়ে পাশে থাকুন

https://www.facebook.com/history990/


আমাদের ইউটিউব চ্যানেল

https://youtube.com/channel/UCMoLvpHs-gz03hINcTdhzFQ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url