Translate

শিবগঞ্জে হিন্দুদের প্রতিমা ভাঙচুর | Hindu idols vandalized in Shivganj

শিবগঞ্জে হিন্দুদের প্রতিমা ভাঙচুর Hindu idols vandalized in Shivganj Updated News, Sojasapta2


বগুড়া জেলার শিবগঞ্জ এর রহবল হিন্দু পাড়ায় দুটি মন্দিরের রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুর।

খবর পেয়ে থানা পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এই মন্দির হামলার ঘটনায় এলাকার সনাতনী সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষোভ । তারা নিরাপত্তা হীনতায় আছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা সহ বিচার দাবি করেছেন এলাকাবাসী। রহবল হিন্দু পাড়া গ্ৰামের লক্ষী মন্দির কমিটির সভাপতি নিত্যরঞ্জন সরকার বলেন, 'গতকাল রবিবার রাতে মন্দিরে প্রনাম করে গিয়ে ঘুমিয়ে পড়ি আজ সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরের রক্ষিত লক্ষি প্রতিমার মাথা ও আরেক প্রতিমার হাত ভাংচুর অবস্থায় পড়ে আছে ।

শিবগঞ্জে হিন্দুদের প্রতিমা ভাঙচুর Hindu idols vandalized in Shivganj Updated News, Sojasapta2


বিষয়টি দেখে আমি তাৎক্ষনিক থানায় ফোন করি । তিনি আরো বলেন,গ্ৰামের শেষ মাথায় হরি মন্দিরের হরির মুর্তিও রাতের অন্ধকারে ভাংচুর করেছে জিহাদীরা'। ওই মন্দিরের সভাপতি কান্তি সাহার সঙ্গে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জে হিন্দুদের প্রতিমা ভাঙচুর Hindu idols vandalized in Shivganj Updated News, Sojasapta2

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক কুমার এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলার প্রস্তুতি চলছে ।

আমরা মানবাধিকার কর্মী হিসেবে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করছি বিষয়টি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ।

পরবর্তীতে জানা যায় যে, পুলিশ ২৪ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করে।
Next Post Previous Post
1 Comments
  • Journalist
    Journalist ২:৪৬ PM

    গতকাল ২১ আগস্ট রাতের আধারে বগুড়ার শিবগঞ্জ এর রহবলে দুটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে রবিউল ইসলাম । আজ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ থাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে ১২ ঘন্টার ভিতরে আসামি কে গ্রেফতার করার জন্য।

Add Comment
comment url