Love in Hindu identity, suicide of Hindu girl | হিন্দু পরিচয়ে প্রেম, হিন্দু মেয়ের আত্মহত্যা
A schoolgirl commits suicide after being cheated in love in Magura. The name of the deceased school girl is Annie Biswas Ankhi. Ankhi Magura is the daughter of Nimai Chandra Biswas of Hat Malanchi village in Raghavdaid Union of Sadar Upazila.
According to local sources, Ankhi Malanchi was a brilliant student of ninth grade science department. Yamin Shikder, son of Asad Shikder of neighboring Benga Beril village, hides his identity and harasses Ankhi on his mobile phone.
At one point, Yamin disguised himself as a Hindu and lured Ankhi into marriage. After living together in Magura town for five days, Ankhi learns that Yamin is a Muslim and not a Hindu. After that, Ankhi ran away from Yamin and returned to his home. Last Monday, tried to commit suicide by hanging a noose out of fear of shame. Ankhi was rescued with serious injuries and was first taken to Magura and then to Faridpur Hospital. Ankhi died today under treatment.
Maradeh was cremated at Dohakula crematorium after post-mortem at Magura Sadar Hospital. Because of this, no case or complaint was filed by Ankhir's family. The conscious circles of the area are considering a Hindu community girl as a heinous and barbaric crime to hide her identity.
The conscious community of the area has demanded that appropriate measures should be taken so that such incidents do not happen in the future and no more lives are lost prematurely.
হিন্দু পরিচয়ে প্রেম, হিন্দু মেয়ের আত্মহত্যা
মাগুরায় প্রেমে প্রতারিত হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রীর নাম এ্যানি বিশ্বাস আঁখি। আঁখি মাগুরা সদর উপজেলার রাঘবদৈদ ইউনিয়নের হাট মালঞ্চি গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আঁখি মালঞ্চি নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। পার্শ্ববর্তী বেঙ্গা বেরিল গ্রামের আসাদ শিকদারের ছেলে ইয়ামিন শিকদার পরিচয় গোপন করে আঁখিকে মোবাইল ফোনে হয়রানি করে।
এক পর্যায়ে ইয়ামিন নিজেকে হিন্দু ছদ্মবেশ ধারণ করে এবং আঁখিকে বিয়ের প্রলোভন দেয়। মাগুরা শহরে পাঁচ দিন একসঙ্গে থাকার পর আঁখি জানতে পারে ইয়ামিন একজন মুসলিম, হিন্দু নয়। এরপর ইয়ামিনের কাছ থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে আঁখি। গত সোমবার লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আঁখিকে উদ্ধার করে প্রথমে মাগুরা ও পরে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ আঁখির মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দোহাকুলা শ্মশানে মারাদেহকে দাহ করা হয়। এ কারণে আঁখির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। এলাকার সচেতন মহল হিন্দু সম্প্রদায়ের মেয়েটিকে ইয়ামিনের পরিচয় গোপন করার জন্য জঘন্য ও বর্বর অপরাধ হিসেবে বিবেচনা করছে।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং অকালে যাতে আর প্রাণহানি না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।