Translate

পাকিস্তানে ১৫ দিনে ৪ হিন্দু মেয়েকে অপহরণ ও ইসলামে ধর্মান্তর | 4 Hindu girls kidnapped and converted to Islam in 15 days in Pakistan

পাকিস্তানে ১৫ দিনে ৪ হিন্দু মেয়েকে অপহরণ ও ইসলামে ধর্মান্তর 4 Hindu girls kidnapped and converted to Islam in 15 days in Pakistan,পাকিস্তানে ৪ হিন্দু

শুধু সিন্ধের হিন্দুরা নয়, পাক পঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ায় শিখ তরুণীদের অপহরণ এবং ইসলামে ধর্মান্তকরণের ঘটনাও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে।


হিন্দু কিশোরী বা তরুণীকে অপহরণ,জোর করে ধর্মান্তরণ, তার পর বিয়ে। গত ১৫ দিনে এই নিয়ে পাকিস্তানের সিন্ধ প্রদেশে এমন চতুর্থ ঘটনা ঘটল। অতীতেও পুলিশের কাছে গিয়ে অভিযোগকারী পরিবারের সদস্যরা কোনও সুবিচার পাননি বলে অভিযোগও উঠেছে। এ বারও তেমনটাই ঘটেছে।


সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদে ফতে চক এলাকা থেকে চন্দ্রা মেহরাজ নামে এক কিশোরীকে সোমবার অপহরণ করা হয় বলে অভিযোগ। তাকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফ থেকে। যদিও এখনও অপহৃতার সন্ধান দিতে পারেনি পুলিশ।

Related News

The world is shaking after knowing the experience of a Pakistani Hindu young woman


গত ২৪ সেপ্টেম্বর সিন্ধ প্রদেশের মিরপুরখাস এলাকার বাসিন্দা মীনা মেঘওয়ার নামে ১৪ বছরের এক হিন্দু কিশোরীকে নসরপুর থেকে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্মান্তরিত করে জোর করে বিয়ে করা হয়েছিল বলে অভিযোগ। তার আগে ওই এলাকারই রাখি কুমারী নামে এক তরুণী গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরণ ও বিয়েতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। মীনার বাবা এবং রাখির স্বামী রবি পুলিশের কাছে গিয়েও ফল পাননি। দু’ক্ষেত্রেই পুলিশ যুক্তি দিয়েছিল মীনা এবং রাখি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে ধর্মান্তরিত হয়েছেন।


কয়েক মাস আগেই পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে অপহরণ করে, ধর্মান্তরিত করিয়ে, জবরদস্তি বিয়ে দেওয়ানোর অভিযোগ উঠেছিল স্থানীয় একটি মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে। পাক সংখ্যালঘু সংগঠনগুলির অভিযোগ, বার বার এমন ঘটনা ঘটলেও নীরব থাকে পুলিশ-প্রশাসন। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায় মাত্র সাড়ে তিন শতাংশ। সম্প্রতি একটি পশ্চিমী সংবাদমাধ্যম জানিয়েছিল, মুসলিম মৌলবাদীদের ধারাবাহিক আক্রমণের শিকার হচ্ছেন পাক সংখ্যালঘুরা।


শুধু সিন্ধের হিন্দুরা নন, পাক পঞ্জাব এবং খাইবার-পাখতুনখোয়ায় শিখ তরুণীদের অপহরণ এবং ইসলামে ধর্মান্তরণের ঘটনাও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে অভিযোগ। এমনকি, কয়েক বছর আগে নানকানা সাহিব শহরের তাম্বু সাহিব গুরুদ্বারের গ্রন্থির তরুণী কন্যাকেও অপহরণ করে ধর্মান্তরণের পর বিয়ে করেছিল স্থানীয় এক বাহুবলী মুসলিম যুবক। গত অগস্টে খাইবার-পাখতুনখোয়ায় এক শিখ শিক্ষিকাও একই পরিস্থিতির শিকার হয়েছেন।

Video Report


4 Hindu girls kidnapped and converted to Islam in 15 days in Pakistan

Not only the Hindus of Sindh, but the cases of kidnapping and conversion of Sikh girls to Islam in Pak Punjab and Khyber-Pakhtunkhwa have also increased significantly in recent times.



Kidnapping of Hindu girls, forced conversion, then marriage. This is the fourth such incident in Pakistan's Sindh province in the last 15 days. There have also been allegations that the family members who complained to the police did not get any justice in the past. The same thing happened this time.



A girl named Chandra Mehraj was allegedly abducted on Monday from Fateh Chowk area in Hyderabad, Sindh. The family has accused him of forcefully converting to Islam. However, the police could not trace the abductee yet.



On September 24, a 14-year-old Hindu girl named Meena Meghwar, a resident of Mirpurkhas area of ​​Sindh province, was taken from Nasarpur and converted to Islam and forcibly married. Earlier, a young housewife named Rakhi Kumari of the same area was allegedly taken from her home and forced to convert and marry. Meena's father and Rakhi's husband Ravi went to the police to no avail. In both cases, the police argued that Meena and Rakhi had voluntarily left home and converted.



A few months ago, a local Muslim group was accused of abducting two Hindu minor sisters, converting them and forcibly marrying them in the Sindh province of Pakistan. Pakistani minority organizations complain that the police-administration remains silent despite such incidents happening again and again. The minority community in Pakistan is only three and a half percent. Recently, a western media reported that the Pakistani minorities are being subjected to continuous attacks by Muslim fundamentalists.



Not only Hindus in Sindh, kidnapping and conversion of Sikh girls to Islam in Pak Punjab and Khyber-Pakhtunkhwa have also allegedly increased significantly in recent times. Even, a few years ago the young daughter of the granthi of Tambu Sahib Gurdwara in Nankana Sahib town was abducted and married after conversion by a local Bahubali Muslim youth. Last August, a Sikh teacher in Khyber-Pakhtunkhwa also fell victim to a similar situation.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url