গাজী শিরডি সাইবাবা সম্মন্ধে বিস্তারিত | Details about Gazi Shirdi Saibaba
Died:15 October 1918 Shirdi, Bombay Presidency, British India (present-day Ahmednagar District, Maharashtra, India)
Resting place: Samadhi Mandir, Shirdi
গাজী মিয়াঁকে (শিরডি সাইবাবা) অনেক হিন্দু তাকে দেবতা হিসেবে পূজা করেন। হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করেন। অনেক ভক্তের মতে, তিনি ছিলেন সদ্গুরু, সুফি পির বা কুতুব। কিন্তু বাস্তবে তারা জানে না গাজী মিয়া কে ছিলেন এবং তিনি কি কি করেছেন?
গাজী মিয়া মুসলমান ছিলেন। তাঁর পিতা সৈয়দ সালার সাহু, যিনি গজনীর বাসিন্দা ছিলেন। গজনীর বদাশা মহমুদ গজনভী খুশি হয়ে আজমের নগর গাজী মিয়াঁর পিতা সৈয়দ সালার সাহুকে পুরষ্কার হিসেবে দান করেন। সৈয়দ সালার সাহু আজমীরে এসে বসতি স্থাপন করেন। গাজী মিয়াঁর জন্ম ২১ রজব, ৪০৫ হিজরিতে হয়। জিহাদে বিজয়ী হলে তাকে গাজী উপাধি দেওয়া হয়।
গাজী মিয়াঁর পুরো নাম সৈয়দ সালার মাসউদ গাজী। তাকে গজনীর সম্রাট মাহমুদ গজনভীর ভাতিজা বলে মনে করা হয়। গাজী মিয়াঁ চার বছর বয়সে উপনীত হলে তাকে সৈয়দ ইব্রাহিমের কাছে অধ্যয়নের জন্য পাঠানো হয় এবং তিনি নয় বছর বয়স পর্যন্ত অধ্যয়ন চালিয়ে যান। একবার গাজী মিয়াঁ তার চাচা মাহমুদ গজনভীর বাড়িতে ভোজের জন্য গজনী গিয়েছিলেন। গজনীতে এসে গাজী মিয়াঁ তার চাচা মাহমুদ গজনভীকে ভারত আক্রমণ, হিন্দুদের লুটপাট এবং জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করার বিষয়ে প্রেরণা দেন। তারপর আর কী বাকী ছিল! চাচা-ভাতিজারা আশি হাজার তিনশত তুর্কি সৈন্য নিয়ে আক্রমণ করেন। গাজী মিয়া নাগারকোট ও মথুরা লুণ্ঠন করে গুজরাটে ব্যাপক হাঙ্গামা করেছিলেন। তিনি বহু মঠ ও মন্দির ভেঙ্গে দেন এবং দেব-দেবীর মূর্তি ধ্বংস করেন। অনেক পন্ডিত, পুরোহিত, গরু ও ব্রাহ্মণকে গাজী মিয়া হত্যা করেন।
সোমনাথ মহাদেবের পুরোনো মূর্তিটিকে এমন জোরে আঘাত করা হয়েছিল যে তার মাথা ভেঙে যায়। মন্দিরে থাকা সমস্ত পণ্ডিত ও পুরোহিতদের হত্যা করা হয়। সোমনাথ জীর মতো মন্দির ধ্বংস করার পর পণ্ডিত ও পুরোহিতদের হত্যা করা হয় এবং গাজী মিয়াঁ ওরফে সাইবাবা রাজার সাথে গজনীতে ফিরে যান। তিনি তার সাথে হীরা, জহরত, রুপি, স্বর্ণ ও রৌপ্য, হিন্দুদের অনেক জিনিসপত্র এবং মূল্যবান দেবদেবীর মূর্তি, উটে বোঝাই করে গজনীতে নিয়ে যান।
বেচারা হিন্দুরা খুব দুঃখ পেল। তারা গাজী মিয়াঁর এসব কর্মকান্ডে খুব ভয়ও পেল। কিছু হিন্দু তাদের দেব-দেবীর মূর্তি চাইতে গজনীতে গিয়েছিল। হিন্দুরা মূর্তিগুলো ফেরত চাইলে রাজা বললেন, আমরা সেগুলো ফেরত দেব, কিন্তু তোমাদের লোকদের এই মূর্তির বিনিময়ে দ্বিগুণ সোনা দিতে হবে। বেচারা হিন্দুরা দ্বিগুণ স্বর্ণ দিতে রাজিও হল।গাজী মিয়াঁ যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনি রাজাকে বললেন যে, কাফেরকে (হিন্দু) মূর্তি ফিরিয়ে দেওয়া আমাদের ধর্মের পরিপন্থী। তারা এলে আমার কাছে পাঠাবেন আমি বুঝিয়ে দেব। হিন্দুরা সোনা নিয়ে সম্রাটের কাছে পৌঁছালে, তিনি তাদের গাজী মিয়ার কাছে পাঠিয়ে দেন।
গাজী মিয়া গরীব হিন্দুদের সব সোনা নিয়ে গেল, হিন্দু দেব-দেবীর সব মূর্তি নাক-কান ভেঙ্গে উড়িয়ে দিলেন। গাজী মিয়াঁ সমস্ত হিন্দুদের এই মূর্তির গুড়ো দিয়ে পান, সুপারি ও সুরতি চুনে মিশিয়ে খাওয়ালেন।
যা অবশিষ্ট ছিল তা চন্দনের সাথে মিশিয়ে হিন্দুদের গায়ে চন্দন লাগিয়ে দিয়েছিলেন। চন্দন ইত্যাদির পর হিন্দুরা মূর্তি চাইতে শুরু করলে গাজী মিয়া হেসে বললেন, তোমাদের দেবদেবীর মূর্তিগুলো কোনো কোনো সুপারি, কাউকে পান ও চন্দনে দেওয়া হয়েছে। এখন তোমরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যাও। এসব শুনে গরীব হিন্দুদের অন্তর শুকিয়ে গেল।
কিছু হিন্দু বমি করে সেখান থেকে ফিরে আসেন এবং বাকিরা গাজী মিয়াঁর ব্যথায় সেখানেই মারা যান।
হে হিন্দু ভাইয়েরা! গাজী মিয়া যখন তোমার পূর্বপুরুষদের সাথে এত বিশ্বাসঘাতকতা করেছিল এবং তোমার পূর্বপুরুষরা দুঃখের সাথে গাজী মিয়ার জন্য প্রাণ দিয়েছিল, এখন তোমরাই আবার গাজী মিয়াকে তোমাদের দেবতা বলে পূজা করছ এটা কতটা লজ্জাজনক !
বহরাইচের যুদ্ধে ১০৩৪ খ্রীঃ মহারাজা সুহালদেব সিং গাজী মিয়াকে হত্যা করেন। ১৩৫১ খ্রীঃ গাজী মিয়াঁর মৃত্যুর ৩১৭ বছর পর, ফিরোজ তুগলক তাঁর মায়ের কথা অনুযায়ী বহরাইচে গাজী মিয়াঁর দরগা নির্মাণ করেন। যেখানে গাজী মিয়াঁর দরগাহ সেটি ৫৯০ বছর আগে হিন্দুদের বালার্ক তীর্থ ছিল, পূর্বে সেই স্থানে সূর্যকুন্ড ছিলো ও বৃহদ যজ্ঞাদি হতো। জ্যৈষ্ঠ মাসে সূর্য কুন্ডে একটি খুব বিখ্যাত স্নান মেলা অনুষ্ঠিত হয়েছিল, লক্ষ লক্ষ হিন্দু প্রতি বছর সূর্যকুন্ডে স্নান করতে এবং ভগবান সূর্যের উপাসনা করতে সমবেত হযতো। ফিরোজ তুঘলক গাজী মিয়াঁর লাশ বা কবর সম্পর্কে কিছুই জানতে পারেননি। কিছু মুসলমান বলেন যে গাজী মিয়াঁর মৃতদেহ মানুষ সূর্য কুন্ডে ফেলে দিয়েছিল।
আরেক গাজী শিরডি সাইবাবা যার পূর্ব নাম চাঁদ মিয়া ওরফে সাইবাবা, তাঁকে হিন্দুরা আজো পূজো করে চলেছে। এরা আফগানের পিন্ডারী জাতি, যাদের কাজ লুঠপাট, ধ র্ষণ ও হিন্দুদের ধর্মান্তরিত করা। পিতা বাহেরেউদ্দিন পন্দ্যাল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর শিরডি সাইবাবা ভারতে আসেন।
১৮৩৫ সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে এদের এক পুত্র সন্তান হয় যিনি চাঁদমিয়া। পিতা আফগানিস্থানে চলে যাওয়ার পর চাঁদ মিয়া মসজিদের বাইরে ইংরেজদের গুপ্তচর হিসেবে কাজ করতেন। এখন হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। অনেক ভক্তের মতে, তিনি ছিলেন সদ্গুরু, সুফি পির বা কুতুব।
বাকি অংশ নীচের ভিডিও তে শুনুনঃ https://www.youtube.com/watch?v=obqjz2VstfA&t=317s
সাঁই (চাঁদ নিয়া) বাবার জন্মতারিখ নিয়ে দোলাচল থাকলেও, অনেকের মতে তিনি জন্মে ছিলেন ১৮৩৫ সালের সেপ্টেম্বরে। তার বিখ্যাত উক্তি "সবকা মালিক এক" ("একই ঈশ্বর সকলকে শাসন করেন")। কথাটি ইসলাম ও সুফিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি সর্বদা "আল্লাহ্ মালিক" কথাটি উচ্চারণ করতেন। হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। অনেক ভক্তের মতে, তিনি ছিলেন সদ্গুরু, সুফি পির বা কুতুব।
সাই হ'ল একটি পার্সিয়ান খেতাব যা সুফিদের দেওয়া হয় যারা ইসলামিক আচার অনুসরণ করে। বাবা এমন একটি শব্দ যা কোন সাধুর বেশধারী লোকের নামের পরে জুড়ে দিলে হিন্দুরা তাঁর পায়ে লুটোপুটি খায় তাই ইসলামিক নাম "সাঁই" ও পরে বাবা হয়ে গেল সাঁই বাবা।
স্বামী শ্রী স্বরূপানন্দ সরস্বতীর মতে সাঁই (মুসলমান ফকির) বাবাকে দেবতা হিসাবে উপাসনা করা উচিত নয়।
''যিনি আল্লাহ্ ছাড়া কারও নাম নিতেন না, গঙ্গাকে মানতেন না, ছাগল কেটে মাংস পর্যন্ত খেতেন তাকে কীভাবে হিন্দুরা পুজো করতে পারে?'' - শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী
তথ্যসূত্রঃ
১) Rigopoulos, Antonio (১৯৯৩)। The Life and Teachings of Sai Baba of Shirdi।
২) Dabholkar, Govind Raghunath, Shri Sai Satcharita: The life and teachings of Shirdi Sai Baba (1999)
৩) গাজী মিয়াঁ কী পূজা অৌর হিন্দু, লেখকঃ গঙ্গাপ্রসাদ উপাধ্যায়
Gazi Mian (Shirdi Saibaba) is worshiped as a deity by many Hindus. Hindu devotees consider him an avatar of Dattatreya. According to many devotees, he was Sadguru, Sufi Pir or Qutb. But in reality they do not know who Gazi Mia was and what he did?
Gazi Mia was a Muslim. His father was Syed Salar Sahu, who was a resident of Gazni. Mahmud Ghaznavi, the ruler of Gazni, was happy and gave the city of Ajmer to Syed Salar Sahu, father of Gazi Mian, as a reward. Syed Salar Sahu came and settled in Ajmer. Gazi Mian was born on 21 Rajab, 405 Hijri. If he is victorious in Jihad, he is given the title of Gazi.
Gazi Mian's full name is Syed Salar Masood Gazi. He is believed to be the nephew of Emperor Mahmud Gaznavi of Gazni. When Gazi Mian reached the age of four, he was sent to study under Syed Ibrahim and continued his studies until the age of nine. Once Gazi Mian went to Gazni for a feast at his uncle Mahmud Gaznavi's house. Coming to Gazni, Ghazi Mian inspired his uncle Mahmud Gaznavi to invade India, loot Hindus and forcibly convert them to Islam. Then what was left! The uncles and nephews attacked with eighty three hundred Turkish soldiers. Ghazi Mia ransacked Nagarkot and Mathura and caused great uproar in Gujarat. He demolished many monasteries and temples and destroyed the idols of gods and goddesses. Many Pandits, priests, cows and Brahmins were killed by Gazi Mia.
The old idol of Somnath Mahadev was hit with such force that its head broke. All the scholars and priests in the temple were killed. After destroying temples like Somnath Ji, the scholars and priests were killed and Gazi Mian alias Saibaba returned to Ghazni with Raja. He took with him diamonds, jewels, rupees, gold and silver, many Hindu articles and valuable idols of gods and goddesses, loaded on camels, to Ghazni.
The poor Hindus were very sad. They were also very afraid of these activities of Gazi Mian. Some Hindus went to Gazni to seek idols of their gods and goddesses. When the Hindus wanted the idols back, the king said, "We will give them back, but your people will have to pay double gold for these idols." The poor Hindus even agreed to pay double the gold. When Gazi Mian came to know about this, he told the king that it is against our religion to return idols to infidels (Hindus). When they come, send them to me and I will explain. When the Hindus reached the Emperor with gold, he sent them to Gazi Mia.
Gazi Mia took away all the gold of the poor Hindus, blew up all the idols of Hindu gods and goddesses. Gazi Mian fed all the Hindus with the powder of this idol, mixed with betel nut and lime.
What remained was mixed with sandalwood and applied sandalwood on the Hindus. When the Hindus started asking for idols after sandalwood etc., Gazi Mia smiled and said, the idols of your gods and goddesses are given in some betel nut, some betel nut and sandalwood. Now you all go back to your homes. Hearing this, the hearts of the poor Hindus became dry.
Some of the Hindus came back vomiting and the rest died on the spot due to Gazi Mian's pain.
O Hindu brothers! When Gazi Mia betrayed your forefathers so much and your forefathers sadly gave their lives for Gazi Mia, now you are the ones worshiping Gazi Mia as your god, what a shame!
In the Battle of Bahraich 1034 AD Maharaja Suhaldev Singh killed Ghazi Mia. 1351 AD: 317 years after Gazi Mian's death, Firoz Tughlaq built Gazi Mian's dargah at Bahraich as per his mother's wishes. Where Ghazi Mian's dargah was the Balark tirtha of Hindus 590 years ago, earlier there was Suryakund and large yajnadis were held at that place. A very famous bathing fair was held at Surya Kund in Jaishtha month, lakhs of Hindus used to gather every year to bathe in Suryakund and worship Lord Surya. Feroze Tughlaq did not know anything about Ghazi Mian's body or grave. Some Muslims say that Ghazi Mian's body was thrown into the Sun Pool by humans.
Another Ghazi Shirdi Saibaba whose earlier name is Chand Mia alias Saibaba is still worshiped by Hindus today. They are the Pindari caste of Afghanistan, whose occupation is plunder, rapine and conversion of Hindus. Father Baheruddin Pandyal. Shirdi Saibaba came to India after the death of Aurangzeb.
In September or October 1835 they had a son named Chandmia. After his father left for Afghanistan, Chand Mia worked as a spy for the British outside the mosque. Now Hindu devotees consider him an avatar of Dattatreya. According to many devotees, he was Sadguru, Sufi Pir or Qutb.
Listen to the rest in the video below: https://www.youtube.com/watch?v=obqjz2VstfA&t=317s
Although the date of birth of Sai (Chand Nia)'s father is disputed, many believe that he was born in September 1835. His famous quote is "Sabka Malik Ek" ("One God rules all"). The word is related to Islam and Sufism. He always uttered the words "Allah Malik". Hindu devotees considered him an avatar of Dattatreya. According to many devotees, he was Sadguru, Sufi Pir or Qutb.
Sai is a Persian title given to Sufis who follow Islamic rites. Baba is a word added after the name of a saintly man, and Hindus worship him at his feet, hence the Islamic name "Sai" and later Baba became Sai Baba.
According to Swami Sri Swarupananda Saraswati Sai (Muslim Fakir) Baba should not be worshiped as a deity.
"How can Hindus worship him who did not take the name of anyone but God, did not worship the Ganges, even slaughtered goats and ate meat?" - Shankaracharya Swarupananda Saraswati
Reference:
1) Rigopoulos, Antonio (1993). The Life and Teachings of Sai Baba of Shirdi.
2) Dabholkar, Govind Raghunath, Shri Sai Satcharita: The life and teachings of Shirdi Sai Baba (1999)
3) Gazi Mian Ki Pooja Aur Hindu, Author: Gangaprasad Upadhyay