Translate

ভয়ঙ্কর লক্ষ্মীপূজো (নোয়াখালি দাঙ্গা ) ১৯৪৬ | Terrible Lakshmi Puja (Noakhali Riots) 1946


বাংলায় পড়তে নিচে যান

Kojagari Purnima night of 1946. A Hindu householder was supposed to ring bells, conches and bells. But in the Hindu homes of Noakhali, there was only wailing and wailing. Not a riot. Those who label it as "Noakhali riots" miss the truth. Riots are two-sided. A series of massacres by local Muslims, rape of Hindu women, abduction of women and young girls, forced conversion of Hindus to Islam, looting-destruction-arson of Hindu property. This rampage covers an area of ​​about 2000 square kilometers. Sandwip Police Station in Ramganj, Begumganj, Raipur, Lakshipur, Chagalnaya, Noakhali District and Chandpur, Laksam and Chauddagram Police Station in Hajiganj, Faridganj, Tripura District and other areas.

দেখুনঃ 
1. About 5000 Hindu women were killed, hundreds of Hindu women, young girls were forcibly raped. Thousands of men and women were forcibly converted to Islam. 2. The Hindu women were laid on the ground by the thugs of the Muslim League, who removed the vermilion of the Sinthi with their big toes and broke their hands. Many newly widowed Hindu women were killed, their husbands, sons and infant daughters were forcibly converted and turned into booty. 3. About 50,000 to 75,000 survivors were sheltered in temporary shelter camps in Comilla, Chandpur, Agartala and other places. Hindus had to move around the area with the permission of local Muslim leaders. At that time, the Muslim League had to pay a contribution called Jizya (which was once common in India. During the Muslim rule, Hindus paid extra taxes to the rulers for their security). 4. Village clerics forced them to go door to door to take Islamic education. Hindu men were forced to pray in mosques by Muslims. Hindus were forced to eat beef. And the Hindus of Noakhali did not have the courage to throw away the beef that was forced into their mouths that day. 5. Hindu girls and women were forcibly married by Muslims. Converted Hindus were renamed with Arabic names. Muslim leaders allowed upper caste Hindus to add titles such as Chowdhury, Thakur etc. to the end of their names. On October 11, Golam Sarwar's private forces known as 'Minar Fauj' attacked the residence of Noakhali Bar Association and District Hindu Mahasabha President Rajendralal Roy Chowdhury. At that time, Swami Trembakananda of the Bharat Sevashram Sangh was a guest at his house. Rajendralal spent the whole day fending off the attack with a rifle from the roof of his house. When the rioters retreated after nightfall, Rajendralal sent Swami Thrambakananda and his family members to safety. The next day the Muslim rioters organized again and attacked Rajendralal's house. They connect fire to the house.

আরও পড়ুনঃ 
হিন্দুদের ওপরে ঘটে যাওয়া দাঙ্গার ইতিহাস ও ভূমিকা | History and role of riots against Hindus Haran Chandra Ghosh Chowdhury, the only Hindu representative from Noakhali in the Bengal Legislative Assembly, described the riots as an expression of Muslim anger against Hindus. Former Finance Minister of Bengal and former Vice-Chancellor of Calcutta University Shyamaprasad Mukhopadhyay rejected the contention that the Noakhali riots were a simple communal riot. He described the incident as a well-planned and organized attack by the Muslim majority on a minority Hindu community.

Wikipedia


Image:

Short report of Hindu Mahasabha relief activities during “Calcutta killing” and “Noakhali carnage”



১৯৪৬ সালের কোজাগরী পূর্ণিমার রাত। হিন্দু গৃহস্থের ঘরে ঘরে উলুধ্বনি-শঙ্খধ্বনি-ঘন্টাধ্বনি হওয়ার কথা ছিল। কিন্তু নোয়াখালির হিন্দু বাড়িগুলিতে তখন শুধুই আর্তনাদ আর আর্তনাদ। কোনো দাঙ্গা নয়। যারা একে "নোয়াখালি দাঙ্গা" বলে চিহ্নিত করে, তারা সত্যের অপলাপ করে। দাঙ্গাতো দুই তরফা হয়। স্থানীয় মুসলিমদের দ্বারা সংঘটিত এক ধারাবাহিক হত্যাযজ্ঞ, হিন্দু নারী ধর্ষণ, নারী ও অল্প বয়স্ক মেয়েদের অপহরণ, হিন্দুদেরকে জোরপূর্বক মুসলিমকরন, হিন্দু সম্পদ লুট-ধ্বংস-অগ্নিসংযোগ। প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে চলে এই তাণ্ডব।

রামগঞ্জ,বেগমগঞ্জ,রাইপুর,লক্ষীপুর,ছাগলনাইয়া,নোয়াখালী জেলার সন্দ্বীপ পুলিশ স্টেশন এবং হাজিগঞ্জ,ফরিদ্গঞ্জ,ত্রিপুরা জেলার চাঁদপুর,লাকসাম ও চৌদ্দগ্রাম পুলিশ স্টেশন এবং আরও অন্যান্য এলাকা।


১. প্রায় ৫০০০ এর উপর হিন্দু নরনারীকে হত্যা করা হয়, শত শত হিন্দু নারী,অল্প বয়স্ক মেয়েদের জোরপূর্বক ধর্ষণ করা হয়। হাজার হাজার নারী পুরুষদের কে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়।

২. হিন্দু মহিলাদের মাটিতে চিৎ করে শুইয়ে মুসলিম লীগের গুণ্ডারা পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে সিঁথির সিঁদুর মুছে দিয়ে হাতের শাঁখা ভেঙ্গে দিয়েছে। স্বামী ও পুত্র ও শিশু কন্যাদের হত্যা করে সদ্যবিধবা অসংখ্য হিন্দু রমণীকে জোর করে ধর্মান্তরিত করে গনিমতের মালে পরিণত করা হয়।

৩. প্রায় ৫০,০০০ থেকে ৭৫,০০০ বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা,চাঁদপুর,আগরতলা ও অন্যান্য জায়গার অস্থায়ী আশ্রয় শিবির গুলোতে আশ্রয় দেয়া হয়।এলাকায় হিন্দুদের কে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলা ফেরা করতে হত হিন্দুদেরকে।

ওই সময় মুসলিম লীগকে চাঁদা দেয়া লাগত যাকে বলা হত জিজিয়া (যা একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল।মুসলিম শাসন আমলে হিন্দুরা নিজেদের নিরাপত্তার জন্য বাড়তি কর দিত শাসকদের)।

৪. গ্রামের মৌলবিরা বাড়ি বাড়ি গিয়ে ইসলামিক শিক্ষা নিতে বাধ্য করতে থাকে।হিন্দু পুরুষদেরকে মুসলিমরা জোর করে মসজিদে নিয়ে নামাজ পড়াত।হিন্দুদেরকে জোর করে গরুর মাংস খেতে বাধ্য করা হয়পশ্চিমবঙ্গের বামপন্থীরা প্রকাশ্যে গোমাংস মুখে নিয়ে ধর্মনিরপেক্ষতা দেখাচ্ছে। আর সেদিন জোর করে মুখে গুঁজে দেওয়া গোমাংস ফেলে দেওয়ার সাহস নোয়াখালির হিন্দুদের ছিল না।

৫. হিন্দু মেয়ে এবং মহিলাদের মুসলিমরা জোর করে বিয়ে করে।ধর্মান্তরিত হিন্দুদের আরবী নামে নতুন নামকরণ করা হয়।মুসলিম নেতারা উচ্চ বর্ণের হিন্দুদের নামের টাইটেল যেমন চৌধুরী,ঠাকুর প্রভৃতি নামের শেষে যুক্ত করতে অনুমতি দেয়। অক্টোবর মাসের ১১ তারিখে গোলাম সরোয়ারের ব্যক্তিগত বাহিনী যা ‘মিঞার ফৌজ’ নামে পরিচিত ছিল নোয়াখালী বার এ্যাসোসিয়েশন ও জেলা হিন্দু মহাসভার সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বসতবাড়িতে আক্রমন করে। সে সময়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী ত্রেম্বকানন্দ তাঁর বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। রাজেন্দ্রলাল পুরোটা দিন তাঁর বাড়ির ছাদ থেকে রাইফেল নিয়ে আক্রমন প্রতিহত করেন। রাত নেমে আসার পর যখন দাঙ্গাবাজেরা ফিরে গেল তখন রাজেন্দ্রলাল স্বামী ত্রম্বকানন্দ এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। পরের দিন আবার মুসলিম দাঙ্গাকারীরা সংগঠিত হয়ে রাজেন্দ্রলালের বাড়িতে আক্রমণ করে। তারা বাড়িতে অগ্নি সংযোগ করে।


বঙ্গীয় আইন সভার নোয়াখালী থেকে একমাত্র হিন্দু প্রতিনিধি হারান চন্দ্র ঘোষ চৌধুরী এই দাঙ্গাকে হিন্দুদের প্রতি মুসলিমদের প্রচণ্ড আক্রোশের প্রকাশ বলে বর্ণনা করেন। বাংলার সাবেক অর্থ মন্ত্রী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নোয়াখালী দাঙ্গাকে একটি সাধারণ সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখানোর বিতর্ককে প্রত্যাখান করেন।তিনি এ ঘটনাকে একটি সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যাগুরু মুসলিমদের সুপরিকল্পিত এবং সুসংঘটিত আক্রমন বলে বর্ণনা করেন।


আরও পড়ুনঃ 
  1. হিন্দুদের ওপরে ঘটে যাওয়া দাঙ্গার ইতিহাস ও ভূমিকা | History and role of riots against Hindus
  2. লীলা রায় ১৯৪৬ সালে নোয়াখালী দাঙ্গায়, তিনি একাই ১৩০৭ জন হিন্দু মেয়েকে উদ্ধার করেন
  3. দুই বাংলার তথাকথিত মুক্তমনা মানুষের কাছে সদা উপেক্ষিত এক বৃহৎ হত্যাযজ্ঞ
  4. ভয়ঙ্কর লক্ষ্মীপূজো (নোয়াখালি দাঙ্গা ) ১৯৪৬ | Terrible Lakshmi Puja (Noakhali Riots) 1946
  5. ১৯৫০ সালে পূর্ববঙ্গ থেকে ১ মাসে ৫০ লক্ষ হিন্দু বিতাড়নের নৃশংস ইতিহাস | হিন্দু গণহত্যা | History | Hindu expulsion
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url