সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে | Chhatra League leader accused of grabbing land of minority Hindu family
ইব্রাহীম তার মা ও বোন প্রভাব বিস্তার করে ওই জমি দখল করেছে বলে ভুক্তভোগী উত্তম সরকার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো. ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে উপজেলার বাসাবাড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগ পাওয়া গেছে।
উত্তম সরকার অভিযোগে উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে তার ভাই সুশীল সরকারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার ভাই সুশীল সরকার ও পিতা প্রিয়লাল সরকার উত্তম সরকারকে সাড়ে ৮শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার মধ্য দিয়ে ওই অভিযোগের আপোষ মীমাংসা হয়।
বিবাদী দুরন্ত ইব্রাহীম থানা হতে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে ওই সময়ে জুডিসিলায় খালি ৩টি স্ট্যাম্পে উত্তম সরকারের সাক্ষর নিয়ে নেয়। শনিবার রাতের কোন এক সময়ে লোকচক্ষুর আড়ালে ইব্রাহীম জমি ভরাট ও দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তির মাঝখানে বাঁশের বেড়া দেয়।
উত্তম সরকার সংবাদ পেয়ে নারায়নগঞ্জ থেকে কচুয়ায় এসে ইব্রাহীমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম তাকে ভয়ভীতি-হুমকি প্রদর্শন করে। সোমবার রাতে উত্তম সরকার তার সম্পত্তির দখল ফিরে পেতে ইব্রাহিম মিয়াকে প্রধান বিবাদী ও ৭/৮ জনকে অজ্ঞত নামা বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম মিয়া জানান, উত্তম সরকার জমি বিক্রি করবে বলে আমার মায়ের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে টাকা নিয়েছে। বায়না সূত্রে, আমি উক্ত সম্পত্তিতে বাঁশের বেড়া দিয়েছে।
ইব্রাহীম মিয়ার মা ফাতেমা বেগম জানান, উত্তম আমার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়েছে। এখন সে জমির রেজিস্ট্রি দিচ্ছে না।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইব্রাহীম খলিল জানান, অভিযোগ প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Chhatra League leader accused of grabbing land of minority Hindu family
The victim Uttam Sarkar lodged a complaint with the Kachua Police Station, alleging that Ibrahim had occupied the land with influence from his mother and sister.
Chandpur’s Kachua Bangabandhu Government Degree College Branch Convener of Chhatra League. Ibrahim Miar (Durant Ibrahim) has been accused of forcibly occupying the land of the Hindu community in Basabaria village of the upazila.
Uttam Sarkar mentioned in the complaint that about two months ago, a complaint was filed with Kachua police station regarding a land dispute with his brother Sushil Sarkar. Later, in the presence of local dignitaries, his brother Sushil Sarkar and father Priyalal Sarkar registered 8.5 hundred acres of land to Uttam Sarkar and the complaint was settled.
Defendant Durant Ibrahim took the signature of Uttam Sarkar on 3 blank stamps in the Judiciary at that time to withdraw the complaint from the police station. At some point on Saturday night, Ibrahim built a bamboo fence in the middle of the property in order to fill and occupy the land, hidden from public view.
When Uttam Sarkar got the news and came to Kachua from Narayanganj and asked Ibrahim about it, Ibrahim threatened him. On Monday night, Uttam Sarkar filed a written complaint with Kachua police station, making Ibrahim Miah the main defendant and 7/8 unknown defendants to regain possession of his property.
Chhatra League leader Md. Ibrahim Mia said, Uttam took money from my mother through stamps saying that the good government will sell the land. As a matter of fact, I have put a bamboo fence on the said property.
Ibrahim Mia’s mother Fatema Begum said, Uttam took 6 lakh 90 thousand rupees from me through stamps. Now he is not giving land registry.
Officer-in-Charge (OC) of Kachua Police Station. Ibrahim Khalil said that the investigation is continuing in view of the complaint. Legal action will be taken after investigation.