Translate

বরিশালে প্রকাশ্যে রাস্তা থেকে হিন্দু কলেজ ছাত্রীকে অপহরণ, অভিযোগ নিতে অস্বীকার পুলিশের

বরিশালে প্রকাশ্যে রাস্তা থেকে হিন্দু কলেজ ছাত্রীকে অপহরণ

হিন্দু কিশোরী ও তরুনীদের অপহরণের ঘটনা লাগাতার ঘটে চলেছে বাংলাদেশে। এবারে প্রকাশ্য রাস্তা থেকে এক হিন্দু কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গেল মুসলিম যুবকের দল। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালে। 

ঘটনার পর মেয়ের বাবা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। শেষে আদালতের দ্বারস্থ হন নিখোঁজ কিশোরীর হতভাগ্য বাবা। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে একদিকে যেমন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে,অন্যদিকে পরিবারের মেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা চরম উদ্বিগ্ন।


জানা গেছে,অপহৃতা মেয়েটির নাম তমা মন্ডল (১৬)। বরিশাল জেলার অগৈলঝাড় থানার অন্তর্গত আহুতি গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি রামকৃষ্ণ মণ্ডলের একমাত্র মেয়ে ওই কিশোরী

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী তমা। মেধাবী ছাত্রী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুনাম আছে। অন্যদিকে কিশোরীকে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত হল মোহম্মদ আরাফত (২০) বেপারী। আহুতি গ্রামের পার্শ্ববর্তী মাগুরা গ্রামের বাসিন্দা আউয়াল বেপারির ছেলে সে। দ্বিতীয় মূল অভিযুক্ত হল ডাসার থানার অন্তর্গত ডাসার গ্রামের বাসিন্দা সাগর শেখ(৩৫)

সম্পূর্ন খবরটি পড়ুন EidinNews এ। 

অপহৃতা মেয়েটির নাম তমা মন্ডল (১৬)

Kidnapping of Hindu girls and young women is happening continuously in Bangladesh. This time a group of Muslim youth picked up a Hindu college student from the public road. The incident took place in Barisal, Bangladesh.

After the incident, the girl's father went to file a complaint at the local police station, but the police refused to take the complaint. Finally, the unfortunate father of the missing girl approached the court. This incident has caused extreme anger among the people of the local Hindu community on the one hand, on the other hand they are extremely worried about the safety of the girls of the family.

It is known that the name of the abducted girl is Tama Mandal (16). The girl is the only daughter of Ramakrishna Mandal, a carpenter by profession, resident of Ahuti village under Agailjhar police station in Barisal district.

Tama is a first year intermediate student of Shaheed Abdur Rab Serniabat Degree College, Barisal. She has considerable reputation in the area as a brilliant student. On the other hand, the main accused in the kidnapping of the girl is Mohammad Arafat (20) Bepari. He is the son of Awal Bepari, a resident of Magura village near Ahuti village. The second main accused is Sagar Sheikh (35), a resident of Dasar village under Dasar police station.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url