Translate

কুমিল্লায় তথাকথিত ইসলাম অবমাননার অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু শিক্ষকের বাড়িতে হামলা | Hindu torture again in Bangladesh

Hindu torture again in Bangladesh


কুমিল্লায় তথাকথিত ইসলাম অবমাননার অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু শিক্ষকের বাড়িতে হামলার ঘটনার খবর উঠে এসেছে।

দেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর উগ্র ইসলামি মৌলবাদীদের নির্যাতন চলমান রয়েছে। আবারো মিথ্যা ইসলাম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু এক হিন্দু শিক্ষকের বাড়িতে হামলা চালালো একদল উগ্র ইসলামিক মৌলবাদী। ওই হিন্দু শিক্ষকের ফাঁসির দাবিতে চলতে থাকে উগ্র ও সংখ্যালঘু নির্যাতনমূলক স্লোগান। পরে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করে উগ্র জনতাকে। গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘটনাটি ঘটে।

Video Report

জানা গিয়েছে, 

প্রীতম সরকার দাউদকান্দি উপজেলার ড: মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, ওই শিক্ষক পড়ানোর সময় ইসলাম এবং নবী মহম্মদের অবমাননা করেছেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করার আগেই উন্মত্ত হয়ে ওঠে ইসলামিক মৌলবাদী সম্প্রদায়।


গতকাল অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি একদল ইসলামিক মৌলবাদী ওই শিক্ষকের বাড়ি ঘেরাও করে। তাঁরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ওই শিক্ষকের ফাঁসির দাবি করতে থাকেন। এমনকি ‘প্রীতমের চামড়া, গুটিয়ে নেব আমরা’ স্লোগান দেওয়া হতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


উল্লেখ্য, 

দেশের হিন্দু নেতাগন ও হিউম্যানরাইটস এক্টিভিস্টরা বলছেন যে, বর্তমান সময়ে বাংলাদেশে ইসলাম ও নবী মহম্মদের অবমাননার অভিযোগ তুলে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু শিক্ষকদের। এর আগে গত ২৯শে জানুয়ারি ইসলাম অমবাননার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলায় বিজ্ঞানের শিক্ষক নিউটন সরকারের ফাঁসির দাবিতে মিছিল করে ইসলামিক মৌলবাদীরা। সেই অভিযোগ পেয়েই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়।

Report: HinduVoice,HTPC

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url