Translate

বাংলাদেশে জিহাদের শিকার সংখ্যালঘু হিন্দু মেয়ে মুক্তি রানী বর্মনের সংক্ষিপ্ত ইতিহাস

বাংলাদেশে জিহাদের শিকার সংখ্যালঘু হিন্দু মেয়ে  মুক্তি রানী বর্মনের সংক্ষিপ্ত ইতিহাস

লেখক কাশিরাম কৃত্তিবাস: খুবই দরিদ্র পরিবার। শ্রমজীবী পিতার একার রোজগারে বিরাট সংসার চলে। সেই কঠিন জীবন সংগ্রামের মধ্যে মুক্তি রানী বর্মন ও তার বোনেরা লেখাপড়া করত। মুক্তি রাণী ভালো রেজাল্ট করত। তার মধ্যে মুক্তি রাণী অনেক কষ্ট করে গান শিখেছে। 

স্বচ্ছল মানুষেরা হয়তো বুঝবেন না --- মুক্তির হাতের চুড়ি, গলার মালা কিংবা শাড়ি খানা কিনতে কত সাধনা করতে হয়েছে! শখের এই জিনিসগুলো কত যত্নে সে আগলে রাখত। গরীব মানুষেরা অতি সামান্য জিনিসেই সন্তুষ্ট থাকে। এক টাকার জিনিস তাদের কাছে কোটি টাকার ধন।

৭১ টেলিভিশনে নেত্রকোনার এসপি মহোদয়ের সাক্ষাৎকার দেখলাম। এসপি মহোদয় বললেন, "প্রেমে ব্যর্থ হয়ে সে(মোহাম্মদ কাউসার মিয়া) এই কাজটা করেছে। মেয়েটা(মুক্তি রানী বর্মন) যখন ক্লাস ফাইভে পড়তো- তখন একবার তাকে প্রস্তাব দেওয়া হয়। সে তাতে রাজি হয়নি। মেয়েটা যখন ক্লাস এইটে পড়তো, তখনও তাকে প্রস্তাব দেওয়া হয়- সে রাজি হয়নি। এবং তিন মাস আগেও এই ছেলেটা তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটি রাজি না হওয়ার কারণে- গত তিন দিন আগে সে সিদ্ধান্ত নেয় : যেহেতু মেয়েটি রাজি হচ্ছে না - এজন্য রাগের বশবর্তী হয়ে সে এই কাজটি করেছে।"

আমি এসপি মহোদয়ের বক্তব্য হুবহু তুলে ধরলাম। এই বিষয়ে আমি কোন মন্তব্য করব না। কেন করব না, সেটা আপনারা ভালো করেই জানেন। তবে মোহাম্মদ কাউসার মিয়ার প্রতি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সহানুভূতি জন্মাবে- এজন্য যে, মুসলিম ছেলেটি এত কষ্ট করে বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছিল, আর হিন্দু মেয়েটি তাকে পাত্তা দিচ্ছিল না! কিন্তু পাবলিক এটা জানতে পারবে না যে, মোহাম্মদ কাউসার মিয়া, মুক্তির অপর বোনদেরও ইভটিজিং করত। এবং এই সত্য কথাটি কেউ স্বীকার করতে সাহস পাচ্ছে না যে, কেবলমাত্র সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে - মুক্তি রানীকে এত সহজে খুন করা সম্ভব হয়েছে। 

কিছুদিন পরে এই ঘটনাটি সবাই ভুলে যাবে। নতুন নতুন আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটবে। খুনি মোহাম্মদ কাউসার মিয়া অপ্রাপ্তবয়স্ক প্রমাণিত হবে। মুক্তি পাবে।

এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে, মুক্তি রানী বর্মনের গাওয়া সর্বশেষ গানটি শুনুন। এবং আসুন মুক্তির সৎকারের হৃদয়বিদারক দৃশ্য দেখতে দেখতে - দু'ফোঁটা চোখের জল ফেলে, এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাই। এর বেশি কিছু করা তো বাংলাদেশের হিন্দুদের পক্ষে সম্ভব নয়!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url