সরস্বতী ও ব্রহ্মা সম্পর্কে হিন্দু বিদ্বেশীদের কটুক্তির জবাব | In response to the harsh words of Hindu haters about Saraswati and Brahma - Bengal Hindu
![]() |
সরস্বতী ও ব্রহ্মা সম্পর্কে হিন্দু বিদ্বেশীদের কটুক্তির জবাব |
সনাতন ধর্মগ্রন্থ সঙ্গে অন্য ধর্মের শাস্ত্রের একটি মৌলিক পার্থক্য আছে। নোয়াহ, মোজেস, ইব্রাহিম, এরা ঐতিহাসিক হক, না হোক মানুষ। যেটি অনেক পরে এসেছে হিন্দু শাস্ত্রে - কৃষ্ণ, রাম, সিতা, ইত্যাদি। কিন্তু এরা কেউই ভগবান নয়, অবতার কিংবা পৌরাণিক কাহিনীর মানুষ। কিন্তু আদি হিন্দু শাস্ত্রের চরিত্ররা যাদের কে দেবতা বা দেবী রূপে পূজিত করা হয় তারা কেউই মানুষ নন। তারা প্রতীকী।
ব্রহ্মা যেমন জ্ঞানের (wisdom) প্রতীকী। কিন্তু জ্ঞান একটি আধার, তার থেকে নদীর মতন বাক্যের মাধ্যমে যে নির্যাস বেরিয়ে আসে তাই হল বিদ্যা (knowledge)। তাই জন্যেই সরস্বতী দেবী বিদ্যার দেবী, নদী স্বরূপিনী, বাগদেবী। যেহেতু বিদ্যা জন্ম নিয়েছে জ্ঞানের ক্রোরে, তাই বলা হয় সরস্বতী দেবী ব্রহ্মাজাত। আমি যেমন আমার বাবার ছেলে সেইরকম ভাবে সরস্বতী দেবী ব্রহ্মার মেয়ে ভাবলে খুবই ভুল তথ্য।
এবার আসা যাক বিয়ের গল্পে:
ব্রহ্ম (ব্রহ্মা না) হল আদি অনন্ত অবিনশ্বর অজ্ঞাত। কিন্তু তার এই অজ্ঞাত রূপ কে দুটি ভাগ করা যায় - পুং এবং স্ত্রী। যাই স্থির, অবিচল তাই পুং। যেমন হিমালয়। যা বয়ে যায় সেই স্ত্রী। যেমন গঙ্গা। আরো বেশি আধুনিক করে বললে, থিয়োরি এবং অ্যাপ্লিকেশন।
এই পুং কে তিনটি ভাবে প্রকাশিত হতে দেখা যায় - ব্রহ্মা ( যার থেকে সবার উৎপত্তি), বিষ্ণু (যে অস্তিত্বের পালক) এবং মহেশ্বর (যে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির চক্রবূহ কে আবার চালিত করে)। কিন্তু যাই পুং থাকবে তারই স্ত্রী রূপ চাই। কারণ পুং এবং স্ত্রী এই দুটি রূপের সামঞ্জস্য না থাকলে। ব্রহ্মার স্ত্রী রূপ সরস্বতী, বিষ্ণুর স্ত্রী রূপ লক্ষী (ধন/খাদ্যশস্য), এবং মহেশ্বরের স্ত্রী চণ্ডী (যার দুটি রূপ কালি এবং দুর্গা - অসংযত ও সংযত ধ্বংস)। এবার আপনি যদি ভাবেন স্ত্রী রূপ মানে যার সাথে প্রেম করে বিয়ে করলেন, হানিমুন যাবেন সেই স্ত্রী তাতে আপনার শিক্ষার সম্পূর্ণ মানহানি হবার পূর্ণ সুযোগ।
যাই হোক, এবার নিশ্চই বুঝলেন যে সরস্বতী কী করে ব্রহ্মার স্ত্রী এবং কন্যা দুই হল।
নইলে আবার ইভের চরিত্র হননের প্রশ্ন এসে যায়। "প্রথম মানুষ আদম এবং ইভের তিন পুত্র হয়, তার থেকে গোটা মনুষ্যজাতির জন্ম" - আক্ষরিক ভাবে নিলে কি যে দাঁড়াবে ভাবলেও ভয় লাগে।
There is a fundamental difference between the scriptures of other religions and the traditional scriptures. Noah, Moses, Abraham, they are historians, whether they are human or not. Which came much later in Hindu scriptures - Krishna, Rama, Sita, etc. But none of them are gods, incarnations or mythical people. But the characters in the original Hindu scriptures who are worshiped as gods or goddesses are not human beings. They are symbolic. As Brahma is the symbol of wisdom. But knowledge is a reservoir, the essence that comes out of it through a river-like sentence is knowledge. That is why Saraswati Devi is the goddess of learning, Nadi Swarupini, Bagdevi. Since Vidya is born in the crotch of knowledge, it is called Saraswati Goddess Brahmajat. It is very wrong to think that Saraswati is the daughter of Goddess Brahma just like my father's son. Let's get to the story of marriage: Brahma (not Brahma) is the original eternal immortal unknown. But this unknown form of him can be divided into two - male and female. Whatever is fixed, immovable is so pung. Such as the Himalayas. The wife who carries. Such as the Ganges. More modern, theory and application. This male is seen to be manifested in three ways - Brahma (from which all originate), Vishnu (the feather of existence) and Maheshwara (the one who drives the cycle of creation through destruction). But I want the form of the wife of whatever male remains. Because if the two forms of male and female are not compatible. Brahma's wife Roop Saraswati, Vishnu's wife Roop Lakshi (wealth / food grain), and Maheshwar's wife Chandi (whose two forms are Kali and Durga - unbridled and restrained destruction). This time, if you think that the wife form means the one you fell in love with, the honeymoon will go to that wife, then there is a full chance that your education will be completely discredited. However, this time he must have understood how Saraswati became the wife and daughter of Brahma. Otherwise, the question of killing Eve's character comes up again. "The first man, Adam and Eve, had three sons, from whom the whole human race was born" - literally scary.
আমাদের ওয়েবসাইটের পোষ্ট Facebook,MSN বাদে যেকোনো সোসাল মিডিয়ায় শেয়ার ও পোষ্ট করতে পারবেন।
Advertise: Click and download