ভারতবর্ষকে World Power হইতে হইলে হিন্দুধর্ম প্রচারের ফলে অনেক সুবিধা হবে, সুভাষচন্দ্র বসু - Bengal Hindu
![]() |
ভারতবর্ষকে World Power হইতে হইলে হিন্দুধর্ম প্রচারের ফলে অনেক সুবিধা হবে, সুভাষচন্দ্র বসু |
"আফ্রিকা মহাদেশে এখন মাত্র দুইটি ধর্ম প্রচারিত হইতেছে— খ্রীস্টীয় ও ইসলাম। সেখানে হিন্দুধর্ম প্রচারিত হইবে না কেন? ভগিনী নিবেদিতা বলিতেন যে হিন্দুধর্মকে aggressive হইতে হইবে। স্বামী বিবেকানন্দও এই ভাব প্রচার করিতেন এবং এই উদ্দেশ্যে তিনি আমেরিকা ও ইউরোপে গিয়া ধর্ম প্রচার করিয়াছিলেন। ইউরোপে অথবা আমেরিকায় ধর্মপ্রচার করিলে হিন্দু জাতির সম্বন্ধে তাহাদের ধারণার পরিবর্তন হইতে পারে—হিন্দুর দর্শন পাশ্চাত্য দর্শনের উপর প্রভাব বিস্তার করিতে পারে, ভারতবাসীর গৌরব ও মর্যাদা বৃদ্ধি পাইতে পারে। কিন্তু তথাকার লোকেরা হিন্দুধর্ম গ্রহণ করিবে না অথচ আফ্রিকাবাসীদের মধ্যে ধর্ম প্রচার করিলে তাহারা হিন্দুধর্ম গ্রহণ করিতে পারে এবং তাহারা যদি হিন্দুধর্ম গ্রহণ করে তবে হাজারে হাজারে গ্রহণ করিবে।
প্রশ্ন উঠিতে পারে ইহাতে লাভ কি?
প্রথমত সত্য প্রচারের যে লাভ, সে লাভ তো আছেই। দ্বিতীয়ত অসভ্য অথবা অর্দ্ধসত্য আফ্রিকাবাসী হিন্দু ধর্ম ও সভ্যতার আলোক পাইয়া সুসভ্য হইয়া উঠিবে। তৃতীয়ত aggressive হওয়ার ফলে হিন্দুধর্ম আরও শক্তিসম্পন্ন হইয়া উঠিবে এবং ভিন্ন দেশে প্রচারের ফলে বাধ্য হইয়া অনেকগুলি গোঁড়ামী ও কুসংস্কার ত্যাগ করিতে বাধ্য হইবে। বিশ্বের মধ্যে ভারতের স্থান আরও উচ্চ হইবে। যদি আফ্রিকাবাসীদের মধ্যে ২০০ লক্ষ হিন্দু হয় তবে নিশ্চয়ই হিন্দুজাতির এবং ভারতের প্রভাব আফ্রিকায় খুব বেশি হইবে। ভারতবর্ষকে World-Power হইতে হইলে হিন্দুধর্ম প্রচারের ফলে অনেক সুবিধা হইবে। ইসলাম প্রধান দেশ বাদ দিলে ভারতবর্ষই এশিয়ার সর্বত্র সভ্যতা ও ধর্ম প্রচার করিয়াছে,আফ্রিকায় বা করিবে না কেন।
বর্ণ সঙ্ঘর্ষের ফলে আফ্রিকাবাসীরা ভবিষ্যতে খ্রীস্টীয় ধর্ম আর গ্রহণ করিতে চাহিবে না। খ্রীস্টীয় ধর্ম গ্রহণ করিলে লোকে সাধারণত স্বজাতিদ্রোহী এবং বিজাতীয় ভাবাপন্ন হইয়া থাকে। এই কারণে অন্য কোনও ধর্ম না পাইলে আফ্রিকাবাসীরা বাধ্য হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবে। এই ধর্ম গ্রহণ করার ফলে তাহাদের উন্নতিও হইবে তাহারা বিজাতীয় ভাবের দ্বারা অভিভূত হইবে না, অথচ আরও শক্তিমান ও সঙ্ঘবদ্ধ হইয়া উঠিবে।
হিন্দুধর্ম গ্রহণের ফলে অন্য জাতির কতদূর বা কিরূপ উন্নতি হইতে পারে—ইহা কি experiment করিবার সুন্দর বিষয় নহে ?"
সুভাষচন্দ্র বসু
৫/৫/১৯২৬
Advertise: Click and download