Bangladesh: পঞ্চগড়ে প্রায় ১কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের প্রতিমা উদ্ধার
পঞ্চগড় উপজেলার সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিজিবি কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার (৫ ডিসেম্বর) জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের বেতবাড়ী সর্দারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল না. সুবে. শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়ের পালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৯৩ লাখ ১০ হাজার টাকা!
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটি নিজস্ব ক্যাম্পে রাখা হয়েছে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জাদুঘরে রাখার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সম্প্রদায় মিডিয়াকে বলছেন যে, "মুসলিম শাসন আমলে এই প্রতিমাগুলিকে আমাদের পূর্বপুরুষেরা শাসকদের হাত থেকে রক্ষার জন্য মাটির নিচে,কুয়োয় লুকিয়ে রেখেছিলো। কিন্তু এই প্রতিমা পাবার পরে জোর করে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে জাদুঘরে অশুদ্ধভাবে রেখে দেওয়ার মানে আজও অজানা"।