Voice Of Bangladeshi Hindu: মহালয়ার অনুষ্ঠান দেখার অজুহাতে মন্দিরে প্রতিমা ভাঙচুর
জানা যায় ১৪/১০/২০২৩ তারিখে সকাল ৯টা ৩০ মিনিটে খুলনা শীতলাবাড়ি মন্দিরে প্রতিমা ভাংচুর সময় হাতে নাতে ধরা পড়েছে এই মহিলা। মন্দিরের প্রধান দরজা খোলা থাকায় সুযোগ বুঝে এই মহিলা প্রবেশ করে। মন্দিরের পাশেই প্রোগ্রামের নৃত্য চলছিল।
এই মহিলা প্রতিমার নিকটে চলে যায়। সিংহের লেজ ভাংগার সাথে সাথেই কয়েকজন বাচ্চা ঘটনাটি দেখে ফেলে। সাথে সাথে ওরা প্রতিবাদ করে। পরে দায়িত্বরত পুলিশকে জানায়। ওদের সাথে অল্প বয়স্ক কয়েকজন মেয়েও প্রতিবাদ জানায়। পরে ২ জন মহিলা পুলিশ ঐ মহিলাকে গ্রেফতার করে।
আরও খবর পেতে আমাদের ওয়েবসাইট সর্বদা ফলো করুন।